স্টাফ রিপোর্টার
প্রভুপাদ শ্রীশ্রী কৃষ্ণচরণ গোস্বামী ৯২তম তিরোভাব তিথি উপলক্ষে অষ্টপ্রহরব্যাপী মহামহোৎসব শুরু হচ্ছে আজ ৪ মার্চ শনিবার।
জগন্নাথপুর উপজেলার পাটলী ইউনিয়নের শ্যামহাট আশ্রমে আজ সন্ধ্যা সাড়ে ৬টায় শ্রীহট্ট হরিসংঘের পরিবেশনায় শ্রীশ্রী চৈতন্যচরিতামৃত পাঠ। রাত ৮টায় মহামহোৎসবের শুভ অধিবাস ও মঙ্গলঘট স্থাপন। মঙ্গল ঘট স্থাপন করবেন শ্যামহাট আশ্রমের সেবাইত শ্রীযুক্ত রাখাল চক্রবর্তী।
৫ মার্চ রবিবার ব্রাহ্ম মুহূর্ত থেকে অষ্টপ্রহরব্যাপী লীলা সংকীর্ত্তনের শুভারম্ভ। ৬ মার্চ সোমবার দধিভান্ড ভঞ্জন, পূর্ণা ও মহাপ্রসাদ বিতরণ।
উৎসবের প্রতিটি পর্বে সকলের উপস্থিতি কামনা করেছেন শ্যামহাট আশ্রম উন্নয়ন ও পরিচালনা কমিটির সভাপতি ধীরেন্দ্র কুমার সেন ও সাধারণ সম্পাদক অমিত কান্তি দেব।
- ছাতকে দুই গ্রামবাসীর সংঘর্ষে নিহত ১, আহত শতাধিক
- শ্রীশ্রী মহাপ্রভুর মন্দিরে হরিনাম ও লীলা সংকীর্ত্তন মহোৎসব শুরু ৬ মার্চ