স্টাফ রিপোর্টার
শ্রীরামকৃষ্ণ পরমহংস দেব’র ১৮৮তম আবিভার্ব তিথি উপলক্ষে পূজা অর্চনা, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং শাড়ি ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার বেলা ১১টায় সুনামগঞ্জ পৌর শহরের ষোলঘর রামকৃষ্ণ আশ্রম পরিচালনা কমিটির আয়োজনে আশ্রম প্রাঙ্গণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
রামকৃষ্ণ আশ্রমের সভাপতি সুনামগঞ্জ সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ পরিমল কান্তি দে’র সভাপতিত্বে ও রামকৃষ্ণ আশ্রম পরিচালনা কমিটির সদস্য মঞ্জু তালুকদারের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন রামকৃষ্ণ আশ্রম পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক শিক্ষাবিদ যোগেশ^র দাশ, রামকৃষ্ণ আশ্রমের অধ্যক্ষ স্বামী হৃদয়ানন্দজী মহারাজ, রামকৃষ্ণ আশ্রম পরিচালনা কমিটির সদস্য কার্তিক চন্দ্র রায়, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অ্যাড. বিমান কান্তি রায়, নারী নেত্রী সঞ্চিতা চৌধুরী, অ্যাড. পরিতোষ চন্দ্র রায়, চন্দন প্রসাদ রায়, লিটন রায় প্রমুখ।
শেষে ধর্মীয় ভক্তিমূলক গান পরিবেশন করেন শিশু শিল্পী রুদ্রানী তালুকদার রিধি।
এরপর শিক্ষার্থী ও অসহায় নারীদের মাঝে শিক্ষা উপকরণ ও শাড়ি বিতরণ করেন অতিথিরা।
- ভাষা দিবসে শ্রদ্ধাঞ্জলি প্রদানে বেশি জমায়েত ছিল আ.লীগের
- লর্ড ব্যাডেন পাওয়েল’র জন্মদিন উদযাপন