শ্রী শ্রী অদ্বৈত্যচার্য্য প্রভুর ৫৮৭তম জন্ম জয়ন্তীতে ২৪ প্রহর হরিনাম সংকীর্তন

বিশ্বম্ভরপুর প্রতিনিধি
“সবতীর্থ বারবার, পনতীর্থ একবার” এ সত্যকে অনুসরন করে শ্রী শ্রী অদ্বৈত্যর্চায্য প্রভুর ৫৮৭তম শুভজন্ম জয়ন্তী মহোৎসব উদযাপন উপলক্ষে ২৪ প্রহর ব্যাপী হরিনাম সংকীর্তন অনুষ্ঠিত হয়। তাহিরপুর উপজেলার রাজারগাঁও (লাউড় নবগ্রাম) এ শ্রী শ্রী অদৈত্য জন্মধামে উক্ত মহোৎসব অনুষ্ঠিত হয়। মঙ্গলবার(৩১জানুয়ারী) দধি ভান্ড ভঞ্জন ক্রমে ২৪ প্রহর ব্যাপী তারকব্রম্ম হরিনাম সংকীর্তন মহোৎসব সম্পন্ন হয়। এর আগে গত শুক্রবার(২৭জানুয়ারী) শুভ অধিবাস ও মঙ্গলঘট স্থাপনের মধ্যদিয়ে সংকীর্তনের শুভ সূচনা হয়। উক্ত সংকীর্তন মহোৎসবে স্থানীয় সহ দেশের বিভিন্ন স্থান থেকে আগত কীর্তনীয়াদল নাম সুধা পরিবেশন করেন। শ্রী শ্রী অদ্বৈত জন্মধাম কেন্দ্রীয় পরিচালনার কমিটির সভাপতি করুনা সিন্ধু চৌধুরী বাবুল ও সাধারন সম্পাদক অদ্বৈত রায় বলেন শ্রী শ্রী অদ্বৈত প্রভুর ৫৮৭তম জন্ম জয়ন্তী উদযাপন উপলক্ষে হরিনাম সংকীর্তনে স্থানীয় সহ দেশের দূরদূরান্ত থেকে হাজার হাজার ভক্ত বৃন্দের সমাগম হয়।