ষোলঘর ফুটবল টুর্নামেন্ট/চ্যাম্পিয়ন লতিফ স্কোয়াড

স্টাফ রিপোর্টার
ষোলঘর ফুটবল টুর্নামেন্ট সিজন—৪ এর ফাইনাল খেলায় চ্যাম্পিয়ন হয়েছে লতিফ স্কোয়াড। শনিবার বিকালে শহরের ধারারগাঁও মাঠে নির্ধারিত সময়ে লতিফ স্কোয়াড বনাম ডেঞ্জারাস এফসির মধ্যে খেলা গোলশূন্যভাবে শেষ হয়। পরে ট্রাইব্রেকারে লতিফ স্কোয়াড ৪—২ গোলে বিজয়ী হয়।
টুর্নামেন্টের সেরা হয়েছেন খেলোয়াড় আকবর, সর্বোচ্চ গোলদাতা হৃদয় ও সেরা গোলকিপার রায়হান।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবুল হোসেন, সদর উপজেলা যুবলীগের সভাপতি এহসান আহমেদ উজ্জ্বল, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ সাংগঠনিক সম্পাদক ও জেলা ছাত্রদলের সাবেক সভাপতি মো. রায়হান উদ্দিন, বিশিষ্ট ব্যবসায়ী শাহ্ রুবেল প্রমুখ।
খেলায় রেফারির দায়িত্ব পালন করেন শরীফ সোহাগ। টুর্নামেন্ট পরিচালনার দায়িত্বে ছিলেন দিপু, এনামুল হক জুবের, নাসিম পারভেজ, রুমান, ও পিয়াল আহমেদ তুষার।
লতিফ স্কোয়াডে ছিলেন ফয়েজ আহমদ রনি, জাহাঙ্গীর আলম, মিজান, জুবায়ের, জন, নাজাত, শান্ত, মান্না, সামায়ুন কবির, সোহেল, রায়হান, মিঠুন, পারভেজ, আশরাফুল, শান্ত, সোয়েব, কৃষান, মিঠুন, আরাফাত, আরমান, সানি।
ডেঞ্জারাস এফসিতে ছিলেন শাহীন, আবুল হাসনাত মো. কাওছার, গাজী মাজহারুল ইসলাম জাহেদ, সজীব দাস, কামাল, বাদশা, জুনু, রাহুল, আকবর, জাহিন, হৃদয়, আক্তার, সজল, অনিক, আলমগীর।