শান্তিগঞ্জ অফিস
শান্তিগঞ্জ থানা এলাকায় বিভিন্ন ঘটনায় ২ পক্ষের মধ্যে সংঘর্ষ এড়াতে দেশীয় অস্ত্রশস্ত্র উদ্ধার অভিযান শুরু করেছে পুলিশ। কয়েকদিন ধরে শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ খালেদ চৌধুরীর নেতৃত্বে বিভিন্ন গ্রামে অভিযান চালিয়ে বিভিন্ন ধরণের দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।
জানা যায়, উপজেলার ৮ ইউনিয়নের বিভিন্ন গ্রামে স্থানীয় প্রভাবশালীরা প্রায়ই দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। সংঘর্ষ প্রতিরোধে কয়েকদিন ধরে শান্তিগঞ্জ থানা পুলিশের চালানো অভিযানে ভিন্ন ধরণের দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। এসব অস্ত্রের মধ্যে রয়েছে- সড়কি, বল্লম, রামদা, ডেকার, সুলফী, লাঠি, টেঁটা ইত্যাদি।
শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ খালেদ চৌধুরী জানান, আমার থানা এলাকায় যাতে কোন বড় ধরণের সংঘর্ষ না হয় সেদিকে সর্বদা দৃষ্টি রয়েছে। আমাদের সোর্স রয়েছে, যখনই খবর পাই তাৎক্ষণিক সংঘর্ষ এড়াতে আমাদের ফোর্স হাজির হয়। অস্ত্র উদ্ধারের আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।
- উৎপাদন খরচের তিনগুণে বিক্রি লতা কচু/লাভবান চাষী
- গুলিতে আহত হওয়ার ঘটনায় গ্রেপ্তার ৩