সদর উপজেলা প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির সম্মেলন অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার
বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি (এস-১২০৬৮) সুনামগঞ্জ সদর উপজেলা শাখার সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সুনামগঞ্জস্থ শহর বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এতে সভাপতিত্ব করেনব সুপ্রিয় রায়। আতাউর রহমান তালুকদার ও রোকসানা ইয়াসমিনের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমিতির কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক সুনামগঞ্জ জেলা সভাপতি হারুন রশীদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমিতির কেন্দ্রীয় সমাজ কল্যাণ সম্পাদক দুলন কুমার তরপদার, সমিতির জেলা কমিটি সাধারণ সম্পাদক প্রনব দাস মিঠু।
সম্মেলনে বাদল চন্দ্র তালুকদার কে সভাপতি, দবির উদ্দিন কে সাধারণ সম্পাদক এবং বিবেকানন্দ দাস কে সাংগঠনিক সম্পাদক করে ৭১ সদস্য বিশিষ্ট সদর উপজেলা কমিটি গঠন করা হয়।