সম্প্রীতি প্রতিষ্ঠায় জামালগঞ্জে সভা

জামালগঞ্জ প্রতিনিধি
জামালগঞ্জে ইমাম, খতিব, আলেম ওলামাদের নিয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি প্রতিষ্ঠা ও সন্ত্রাস, জঙ্গিবাদ প্রতিরোধে সামাজিক সমস্যা নিরসন শীর্ষক প্রশিক্ষণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার দুপুরে উপজেলা ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে শিল্পকলা একাডেমি ভবনে উপজেলা মডেল কেয়ারটেকার মাও. সিরাজুল ইসলামের সভাপতিত্বে ও জেনারেল কেয়ারটেকার মাও. আব্দুল আউয়ালের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন নির্বাহী অফিসার বিশ্বজিত দেব। বিশেষ অতিথির বক্তব্য রাখেন অফিসার ইনচার্জ মীর মো. আব্দুন নাসের।
এছাড়াও উপস্থিত ছিলেন জামালগঞ্জ উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. আবুল কাশেম, কৃষি কর্মকর্তা মো. আলাউদ্দিন, সমাজসেবা কর্মকর্তা সাব্বির সারোয়ার, জামালগঞ্জ প্রেসক্লাব সভাপতি মো. হাবিবুর রহমান ও সাবেক সভাপতি মো. ওয়ালী উল্লাহ সরকার সহ উপজেলার প্রায় শতাধিক আলেম ওলামা।