সরকারের উন্নয়ন জনগণের কাছে পৌঁছাতে হবে- জেলা প্রশাসক

স্টাফ রিপোর্টার
জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী বলেন, সমাজের পিছিয়ে পড়া মানুষের জীবনমানের উন্নয়ন হলে দেশ দ্রুত উন্নতি লাভ করবে। সরকার সুবিধাবঞ্চিত মানুষের কষ্ট দূর করতে কারিগরি শিক্ষার উপর গুরুত্বারোপ করছে। বছরের শুরুতে বিনামূল্যে বই দিচ্ছে সরকার। অসহায় গৃহহীন মানুষের মধ্যে শীতবস্ত্র, টিন ও যাদের ঘর নেই তাদের ঘর নির্মাণ করে দিচ্ছে। দেশের জনগণের মুখে হাসি ফোটানোর জন্য সরকার বয়স্ক ভাতা, বিধবা ভাতাসহ সামাজিক নিরাপত্তা নিশ্চিতে বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। সমাজসেবা কার্যালয়ের মাধ্যমে সরকার দেশের অসহায় মানুষের চিকিৎসা সেবা নিশ্চিত করতে চিকিৎসা ভাতা দিচ্ছে।
মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অসহায় দুস্থ্য মানুষের চিকিৎসা সেবার জন্য এককালীন আর্থিক অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী এসব কথা বলেন।
এসময় ১২৭ জন অসহায় হতদরিদ্র মানুষের মাঝে ৩,৪৬,০০০ হাজার টাকার চেক তুলে দেয়া হয়। চেক বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক সুচিত্রা রায়, জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট হায়দার চৌধুরী লিটন, সমাজসেবক নুরুর রব চৌধুরী, জেলা পরিষদ সদস্য সভাপতি ফৌজি আরা বেগম শাম্মী, সুনামগঞ্জ পৌরসভার কাউন্সিলর সামিনা চৌধুরী মনি প্রমুখ।