হাসননগর উপত্যকা নিবাসী সুনামগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের সাবেক পিপি, জেলা জাতীয় পার্টির সাবেক সভাপতি ও আপ্তাবনগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মরহুম অ্যাডভোকেট আব্দুস সামাদের সহধর্মিনী সালেহা বেগম আর নেই।
মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) সিলেটের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন তিনি (ইন্না—লিল্লাহি…রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৬ বছর।
সালেহা বেগম তিন কন্যা ও চার পুত্রসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর পৈতৃক নিবাস মুন্সিগঞ্জ জেলার আদি বিক্রমপুরে। তাঁর বাবা ডা. মোহাম্মদ আলী সুনামগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসা কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন। সেসময় সুনামগঞ্জ শহরতলীর ধারারগাঁওয়ের সম্ভ্রান্ত মির্জা পরিবারে আব্দুস সামাদের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন সালেহা বেগম।
সালেহা বেগমের প্রথম জানাজার নামাজ বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) বাদ জোহর কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে। বাদ আসর ধারারগাঁও জামে মসজিদে দ্বিতীয় জানাজার নামাজ শেষে গ্রামের পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হবে। প্রেসবিজ্ঞপ্তি
- কবিন্দ্র রঞ্জন দে
- জগন্নাথপুরে এইচএসসি’তে এগিয়ে মাদ্রাসা, জিপিএ’তে কলেজ