স্টাফ রিপোর্টার
সামনে নির্বাচন, এজন্য আমাদের ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ হতে হবে। সিলেটকে উন্নয়নের মহাসড়কে রাখার জন্য আগামীদিনে সিলেটের ১৯ আসনে আমরা নৌকাকে বিজয়ী করবই, ইনশাল্লাহ। আজকের এই জনসমাবেশ প্রমাণ করে জননেত্রী শেখ হাসিনাকে সমর্থন দেয়ার জন্য প্রস্তুত রয়েছেন সুনামগঞ্জবাসী। বঙ্গবন্ধুর কন্যা যদি ক্ষমতায় থাকেন, তাহলে আমরা সকলেই ভালো থাকবো।
শনিবার দুপুরে সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয় মাঠে সুনামগঞ্জ আ.লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে এসব কথা বলেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল।
তিনি বলেন, এই সুনামগঞ্জ মরহুম আব্দুস সামাদ আজাদের, বাবু সুরঞ্জিত সেনগুপ্তের। সুনামগঞ্জের প্রয়াত নেতা আব্দুজ জহুর, আব্দুর রইছ, মনোয়ার বখ্ত নেক, আয়ুব বখ্ত জগলুলকে স্মরণ করেন।
- মধ্যনগরে এক মাদক ব্যবসায়ী আটক
- তত্ত্বাবধায়ক সরকার আর জীবিত হবে না-আহমদ হোসেন