স্টাফ রিপোর্টার
৬ দিনব্যাপী সিলেট রেঞ্জ পুলিশ আন্ত: চ্যাম্পিয়নশীপ টি-২০ ক্রিকেট টুর্নামেন্টেরের উদ্বোধন করেছেন পুলিশ সুপার মোহাম্মদ এহসান শাহ। শুক্রবার সকালে সুনামগঞ্জ পুলিশ লাইন্সে এই খেলার উদ্বোধন করা হয়।
৬ দিনব্যাপী এই টুর্নামেন্টে ৫টি দল অংশগ্রহণ করবে। প্রথম দিনের খেলায় সুনামগঞ্জ জেলা পুলিশ বনাম মৌলভীবাজার জেলা পুলিশ মুখোমুখি হয়েছে। এরপরে হবিগঞ্জ জেলা পুলিশ, সিলেট জেলা পুলিশ ও রেঞ্জ রির্জাভ ফোর্স খেলার অংশগ্রহণ করবে।
খেলা উদ্বোধনের সময় পুলিশ সুপার মোহাম্মদ এহ্সান শাহ্ সিলেট রেঞ্জের সকল ক্রিকেট টিমের খেলোয়াড়দের সঙ্গে কথা বলেন এবং টুর্নামেন্ট সফলভাবে সম্পন্ন করার জন্য সকলের সহযোগিতা কামনা করেন। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) রিপন কুমার মোদকসহ অন্যান্য পুলিশ কর্মকর্তাবৃন্দ।
- নাবির ফাউন্ডেশনের শীতবস্ত্র বিতরণ
- আবার কাঁপাবে শীত, নামতে পারে বৃষ্টি