স্টাফ রিপোর্টার
শ্রীশ্রী অদ্বৈত জন্মধাম পণতীর্থে গঙ্গাস্নান আগামী ১৯ মার্চ রবিবার। ঐ দিন রাত ৯টা ১৪ মিনিট ১৫ সেকেন্ড থেকে ৪টা ৬ মিনিট ৫০ সেকেন্ড পর্যন্ত মধুকৃষ্ণা ত্রয়োদশী তিথিতে (মহাবারুণী) গঙ্গাস্নান ও মেলা অনুষ্ঠিত হবে। এদিকে ১৮ মার্চ থেকে ২২ মার্চ পর্যন্ত রাজারগাঁওয়ের নিকটবর্তী লাউড়েরগড় এলাকায় শাহ আরেফিনের মোকামে হযরত শাহজালালের (র.) সঙ্গী হযরত শাহ আরেফিনের (র.) বার্ষিক ওরস মোবারক শুরু অনুষ্ঠিত হবে।
এ উপলক্ষে সোমবার বিকাল ৩টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী। সভায় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোহাম্মদ রেজাউল করিম, শ্রীশ্রী অদ্বৈত মন্দির কেন্দ্রীয় পরিচালনা কমিটির সভাপতি ও তাহিরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান করুনা সিন্ধু চৌধুরী বাবুল, বিশ্বম্ভরপুর উপজেলা নির্বাহী অফিসার মো. সাদিউর রহিম জাদিদ, তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার সুপ্রভাত চাকমা সহ প্রশাসনের কর্মকর্তা ও জনপ্রতিনিধিবৃন্দ।
শ্রীশ্রী অদ্বৈত মন্দির কেন্দ্রীয় পরিচালনা কমিটির সভাপতি ও তাহিরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান করুনা সিন্ধু চৌধুরী বাবুল সভায় বলেন, ১৮ মার্চ হতে ২২ মার্চ পর্যন্ত হযরত শাহ আরেফিন (র.) ওরস মোবারক এবং পণতীর্থ গঙ্গাস্নান ও মেলা অনুষ্ঠিত হবে। উৎসব উপলক্ষে ওয়ান-ওয়ে সড়ক দিয়ে যানবাহন চলাচল করবে। যাত্রীদের নিরাপত্তায় পুলিশ বাহিনী নিয়োজিত থাকবে। উৎসবস্থল সিসি ক্যামেরার আওতায় আনা হবে। সার্বক্ষণিক বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত ও একটি মেডিকেল টিম থাকবে। আগামী চারদিনের মধ্যে ওয়ানওয়ে সড়ক মেরামত ও সংস্কার করা হবে। এছাড়াও রাধানগর পয়েন্টে আরেকটি অস্থায়ী সেতু নির্মাণ করা হবে বলে জানান তিনি।
- জামালগঞ্জে অগ্নিকাণ্ডে ৩৭ ঘর পুড়ে ছাই
- ওয়াস রুম না থাকায় বিপাকে ৫ দপ্তরের কর্মকর্তা-কর্মচারী