বিশেষ প্রতিনিধি
রাজধানীতে ডাচ-বাংলা ব্যাংকের টাকা ডাকাতির ঘটনায় জড়িত সন্দেহে ঢাকার ডিবি পুলিশ কর্তৃক সুনামগঞ্জের গ্রেপ্তারকৃত চারজনেই চিহ্নিত অপরাধী। এদের বিরুদ্ধে খুন, ছিনতাই, চুরি ও দস্যুতার একাধিক মামলা আছে। গত পাঁচ বছরে বেশিরভাগ সময় জেলে কাটিয়েছে এরা। জেলের বাইরে থাকলেই নতুন ঘটনা ঘটিয়ে আবার ওদের জেল যাওয়ার রেকর্ড আছে পুলিশের খাতায়।
গ্রেপ্তারকৃত সোনাই মিয়া’র বাড়ি সুনামগঞ্জ শহরের লম্বাহাটি এলাকায়। তার বাবার নাম অহিনুর মিয়া। চুরি, ছিনতাই, বিশেষ ক্ষমতা আইনের মামলাসহ নয়টি মামলায় গত পাঁচ বছরে কয়েকবার জেল কেটেছে সে। কয়েকদিন আগেও এলাকার জিয়া নামে আরেক তরুণকে মারপিঠের ঘটনায় আসামী হয়েছিল সে।
মহল্লাবাসী জানিয়েছেন, এনামুল হক বাদশা’র কণ্ঠ রাতের অন্ধকারে কেউ শুনলে ‘জি¦ন ভূতের’ কণ্ঠ ভেসে আসছে মনে হতেই পারে। শহরের দক্ষিণ আরপিননগরের রিতু মিয়ার ছেলে বাদশা চুরি, ছিনতাই, মাদক বিক্রয় ও সেবনসহ ১৭ মামলার আসামী।
স্থানীর পৌর কাউন্সিলর আবাবিল নূর জানিয়েছেন, অতিষ্ঠ মহল্লাবাসী কয়েক বছর আগেই এনামুল হক বাদশা’র পরিবারকে মহল্লা ছাড়া করেছেন।
বর্তমানে শহরের বড়পাড়া আবাসিক এলাকার বাসিন্দা হলেও আব্দুল ওয়াদুদের ছেলে মিজানুর রহমান ছাতকের জাউয়াবাজার এলাকায় থাকেন। দস্যুতাসহ দুটি মামলার আসামী মিজানের যন্ত্রণায়ও অতিষ্ঠ বড়পাড়াবাসী।
গ্রেপ্তারকৃত বদরুল ইসলাম শহরের বড়পাড়ার ছমির উদ্দিনের ছেলে। এলাকার লালশাদ মিয়ার ছেলে সাঈদুল হককে চার বছর আগে ছুরিকাঘাতে খুন করেছিল সে। চুরি’র মামলায় গত ২০ ফেব্রুয়ারি পুলিশ তাকে গ্রেপ্তার করেছিল। কয়েকদিন হয়েছে বের হয়ে এসেছে সে।
স্থানীয় পৌর কাউন্সিলর আহমেদ নূর জানালেন, বছরের বেশিরভাগ সময় জেলেই কাটায় এরা। এরা জেলে থাকলেই শান্তিতে থাকেন এলাকাবাসী।
সুনামগঞ্জ সদর থানার ওসি তদন্ত ওয়ালি আপ্তাব খান জানিয়েছেন, সোনাই, এনামুল, মিজান ও বদরুলের বিরুদ্ধে একাধিক মামলা আছে। যখনই মামলা হয়েছে, পুলিশ তাদের গ্রেপ্তার করেছে। জামিনে বের হয়ে এসেই নানা অপরাধের সঙ্গে যুক্ত হয় এরা।
রবিবার (১২ মার্চ) দুপুরে রাজধানীর মিন্টো রোডের ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে গোয়েন্দা পুলিশের (ডিবি) প্রধান মোহাম্মদ হারুন অর রশীদ শনিবার রাজধানী ও সুনামগঞ্জ-সিলেটের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৮ জনকে গ্রেপ্তারের তথ্য জানান। এরমধ্যে সুনামগঞ্জের সোনাই, বাদশা, মিজান ও বদরুল রয়েছে।
- জগন্নাথপুরে বেইলি সেতুর পাটাতন খুলে যান চলাচল বন্ধ, ভোগান্তি
- এমন ভয়ংকর অপরাধীদের সমূলে দমন করা হোক