স্টাফ রিপোর্টার
প্রাথমিক শিক্ষা ক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা নির্বাচিত হয়েছেন সুনামগঞ্জের ফারজানা ইয়াসমিন। তিনি সুনামগঞ্জ সদর উপজেলার রঙ্গারচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা। রোববার প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল স্বাক্ষরিত চিঠিতে ফারজানা ইয়াসমিনকে বিষয়টি জানানো হয়।
সুনামগঞ্জ প্রাইমারী টিচার্স ট্রেনিং ইনস্টিউটের (পিটিআই) অবসরপ্রাপ্ত সুপারিন্টেন্ড সুনামগঞ্জ শহরের বনানীপাড়ার বাসিন্দা গোলাম মোস্তফার মেয়ে ফারজানা ইয়াসমিন।
আগামী ১২ মার্চ রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়নে ফারজানা ইয়াসমিনের হাতে শ্রেষ্ঠ শিক্ষকের পুরস্কার তুলে দেওয়া হবে।
ফারজানা ইয়াসমিন ২০০৬ সালে সহকারী প্রাথমিক শিক্ষক পদে নিয়োগ লাভ করেন।
- আজ সিপিবির ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী
- কমরেড স্তালিনের ৭০তম মৃত্যুবার্ষিকী পালিত