সুনামগঞ্জে খেলাঘরের সম্মেলন সভাপতি বিজন/ সম্পাদক রাজু

স্টাফ রিপোর্টার
শিশু-কিশোর সংগঠন খেলাঘর আসর সুনামগঞ্জ জেলা শাখার তৃতীয় সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১০টায় জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে জাতীয় সঙ্গীতের মাধ্যমে সম্মেলন উদ্বোধন হয়। সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন প্রবীণ শিক্ষক ধূর্জটি কুমার বসু। উদ্বোধনী পর্ব শেষে একটি শোভাযাত্রা বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে হাছনরাজা মিলনায়তনে এসে শেষ হয়।
পরে জেলা খেলাঘর আসরের সভাপতি বিজন সেন রায়ের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী। বক্তব্য রাখেন, খেলাঘর কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. রুনু আলী, শিক্ষাবিদ পরিমল কান্তি দে, অধ্যাপক নেথলিয়েন এড্উইড ফেয়ারক্রস, অবসরপ্রাপ্ত শিক্ষক যোগেশ^র দাশ, খেলাঘর কেন্দ্রীয় সম্পাদক মন্ডলির সদস্য মাহবুবুর রহমান শিপন, রেদুয়ানুল হক, সিলেট বিভাগীয় সমন্বয়কারী বাদল রায়, সুনামগঞ্জ সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নিগার সুলতানা কেয়া, জেলা উদীচীর সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা বাদল চন্দ্র বর্মন। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা খেলাঘর আসরের সাধারণ সম্পাদক মো.রাজু আহমদ।
আলোচনা সভায় বক্তাগণ বলেন, শিশুদের প্রতিভা বিকাশে এবং আগামী প্রজন্মকে বিজ্ঞান মনষ্ক মানুষ হিসেবে তৈরী করতে খেলাঘর কাজ করছে।
সভা শেষে কাউন্সিল অধিবেশনে বিজন সেন রায়কে সভাপতি ও রাজু আহমদকে সাধারণ সম্পাদক করে আগামী দুই বছরের জন্য ৩৩ সদস্য বিশিষ্ট নতুন কমিটি ঘোষনা করা হয়। সম্মেলনে সুনামগঞ্জ সদর, দিরাই, শাল্লা, বিশ^ম্ভরপুর, জামালগঞ্জ, ছাতক, শান্তিগঞ্জ, তাহিরপুর শাখা অংশগ্রহণ করে।