স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জে ১৬ জন র্যাব সদস্যসহ নতুন করে ২১ জন করোনায় আক্রান্ত হয়েছেন। অন্য আক্রান্তরা হলেন ছাতক উপজেলায় ২, জগন্নাথপুরে ১, সুনামগঞ্জ সদরে ১ এবং দোয়ারাবাজার উপজেলায় ১ জন আক্রান্ত হয়েছেন।
সিভিল সার্জন ডা. শামছুদ্দিন আহমদ রোববার রাত সাড়ে ১০ টায় এই তথ্য জানিয়েছেন।
তিনি জানান, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবি) পিসিআর ল্যাবে করোনা পরীক্ষা শেষে রোববার রাত সাড়ে ১০ টায় র্যাব-৯’এর সুনামগঞ্জ ক্যাম্পের ১৬ জন র্যাব সদস্যসহ ২১ জন নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন বলে জানানো হয়।