সুনামগঞ্জ উচ্চ বালিকা বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জ উচ্চ বালিকা বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা, কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টায় জেলা শিল্পকলা একাডেমি হাসন রাজা মিলনায়তনে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসিমা রহমান।
সহকারী শিক্ষক রিংকু কুমার কর ও হাবিবা আক্তার’র সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদের বখত।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা শিক্ষা অফিসার মো. জাহাঙ্গীর আলম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আব্দুল বাতেন, উচ্চ বালিকা বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মো. হোসেন আহমেদ রাসেল, সহকারী প্রধান শিক্ষক জামাল উদ্দিন প্রমুখ।
আলোচনা সভা শেষে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা এবং ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। পরে অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। সাংস্কৃতিক অনুষ্ঠানে শিক্ষার্থীরা নৃত্য ও গান পরিবেশন করেন।