সুনামগঞ্জ পৌর কৃষক লীগের কমিটি বিলুপ্ত

মেয়াদ উত্তীর্ণ হওয়ায় এবং সাংগঠনিক কার্যক্রমে স্থবিরতা বিরাজমান থাকায় সুনামগঞ্জ পৌরসভা কৃষক লীগের কমিটি বিলুপ্ত করা হয়েছে। শনিবার বিকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন জেলা কৃষক লীগের আহবায়ক আব্দুল কাদির শান্তি ও সদস্য সচিব বিন্দু তালুকদার।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়-বাংলাদেশ কৃষক লীগ সুনামগঞ্জ পৌরসভা শাখার মেয়াদ উত্তীর্ণ হওয়ায় এবং সাংগঠনিক কার্যক্রমে স্থবিরতা বিরাজমান থাকায়, কৃষক লীগকে আরও সক্রিয় ও শক্তিশালী করার লক্ষ্যে সুনামগঞ্জ পৌরসভা কৃষক লীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হল। খুব শীঘ্রই নতুন কমিটি গঠন করা হবে।
আগ্রহী পদ-প্রত্যাশীদের আগামী ২৩ মার্চের মধ্যে জাতীয় পরিচয়পত্র ও জীবনবৃন্তান্ত জেলা কার্যালয়ে জমা দেওয়ার জন্য অনুরোধ করা হয় বিজ্ঞপ্তিতে।
প্রেস বিজ্ঞপ্তি