স্টাফ রিপোর্টার
দেশের ১২ জেলায় ৩৯ টি উপজেলায় সরকারি হাসপাতালে বৈকালিক সেবার উদ্বোধন করা হয়েছে। এরমধ্যে সুনামগঞ্জ সদর হাসপাতাল ও ছাতক উপজেলা স্বাস্থ্য কম্পপ্লেক্সে এই সেবার উদ্বোধন করা হয়।
বুধবার বিকেল সাড়ে ৩টায় সুনামগঞ্জ সদর হাসপাতালের সম্মেলন কক্ষে ভিডিও কনফারেন্সের মাধমে সুনামগঞ্জ সদর হাসপাতাল ও ছাতক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ফি নিয়ে সরকারি চিকিৎসকদের রোগী দেখানোর এই কার্যক্রমের উদ্বোধন করেন স্বাস্থ ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক।
উদ্বোধনের পর ২৫০ শয্যা বিশিষ্ট সুনামগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসা প্রদান শুরু করা হয়। এসময় সুনামগঞ্জ সদর হাসপাতালের তত্বাবধায়ক ডা. আনিসুর রহমান, আবাসিক চিকিৎসক রফিকুল ইসলাম, বিশেষজ্ঞ চিকিৎসক ডা বিষ্ণু প্রসাদ চন্দ্র, শ্যামল বর্মন, লিপিকা দাস, সুমিত পুরকায়স্থ, সৈকত দাস সহ অন্যান্য চিকিৎসক ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রাথমিকভাবে পাইলট প্রকল্প হিসেবে ১২ জেলা সদর হাসপাতাল এবং ৩৯ টি উপজেলা হাসপাতালে এই কার্যক্রম শুরু হয়েছে। প্রথম ধাপেই সুনামগঞ্জকে অন্তর্ভুক্ত করায় উর্ধ্বতন কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা জানান সুনামগঞ্জ সদর হাসপাতালের তত্বাবধায়ক ডা আনিসুর রহমান।
চিকিৎসকেরাও স্বতঃস্ফূর্ত ভাবে এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন উল্লেখ করে তিনি বলেন, সুনামগঞ্জের অসহায় দরিদ্র মানুষেরা এখন থেকে বাইরের চেম্বারে ডাক্তার দেখাতে হবে না। প্রতিদিন বিকালে কম টাকায় হাসপাতালেই ডাক্তার দেখাতে পারবেন। একই সাথে সরকারি হাসপাতালে প্রয়োজনীয় পরীক্ষাকরণ সহ অন্যান্য সুযোগ সুবিধাও পাবেন। এ কার্যক্রমের আওতায় অধ্যাপকদের জন্য সর্বোচ্চ ৪০০ টাকা ও মেডিকেল অফিসাররা সর্বনিম্ন ২০০ টাকায় রোগী দেখবেন। বিকেল ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত সাপ্তাহিক বন্ধ ছাড়া প্রতিদিন ৩ জন চিকিৎসক সেবা দেবেন বলে জানান তিনি।
উদ্বোধনকালে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা সকলে মিলে বাস্তবায়নের চেষ্টা করছি। আজকে তার যাত্রা শুরু হলো। নতুন করে যে সেবা যুক্ত হলে,া সেই সেবা যেন মানুষ ভালোভাবে পায়।
শিরোনাম:
- ‘ডাইনামিক ইংলিশ গ্রামার এন্ড কম্পোজিশন’ বইয়ের মোড়ক উন্মোচন
- বিশ্বম্ভরপুরে চান্দিনা ভিটের লাইসেন্স বিতরণ
- বিশ্বম্ভরপুরে জাতির পিতার ‘জুলিও কুরি’ পদকপ্রাপ্তির ৫০ বছর পূর্তি উদযাপন
- সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে আন্ত:ক্লাব বির্তক প্রতিযোগিতা
- বঙ্গবন্ধুর ‘জুলিও কুরি’ পদক প্রাপ্তির ৫০ বছর পূর্তিতে জামালগঞ্জে সভা