সুনামগঞ্জ সদর হাসপাতাল/১০০০ তম ডায়ালাইসিস সেবা উদযাপন হলো

স্টাফ রিপোর্টারে
২৫০ শয্যা বিশিষ্ট সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে ডায়ালাইসিস ইউনিটে ১ হাজার তম ডায়ালাইসিস সেবা প্রদান করা হয়েছে। রোববার দোয়ারাবাজার উপজেলার লক্ষীপুর ইউনিয়নের কিডনি সমস্যায় ভোগা আব্দুল করিম কে ১০০০ তম ডায়ালাইসিস প্রদান করা হয়।
সকালে সদর হাসপাতালে হলরুমে ১০০০ তম ডায়ালাইসিস সেবা প্রদানের মাইলফলক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হাসপাতালের তত্ত্বাবধায়ক (উপ-পরিচালক) ডা. মো. আনিসুর রহমান।
এসময় উপস্থিত ছিলেন কনসালটেন্ট (মেডিসিন) ডা. বিষ্ণু প্রসাদ চন্দ, ডা. অতনু ভট্টাচার্য, আবাসিক মেডিকেল অফিসার ডা. মোহাম্মদ রফিকুল ইসলাম, কনসালটেন্ট (অর্থো) ডা. শ্যামল চন্দ্র বর্মন, কনসালটেন্ট (গাইনী) ডা. লিপিকা দাস, আবাসিক সার্জন ডা. লোপা দত্ত, কনসালটেন্ট (সার্জারী) ডা. সুমিত পুরকায়স্থ, মেডিকেল অফিসার ডা. মো. আলী আশরাফ সোহাগ, ডা. সৈকত দাস, ডা. কুশল চক্রবর্তী, সেবা তত্ত্বাবধায়ক ফাতেমা বেগম, ডায়ালাইসিস ইউনিট ইনচার্জ ফারহানা জাহান।
জানা যায়, সুনামগঞ্জ সদর হাসপাতালে মাত্র ৬০০ টাকা সরকারি ফি দিয়ে ডায়ালাইসিস সেবা প্রদান করা হয়। বর্তমানে ৫ টি ডায়ালাইসিস বেড নিয়ে সেবা চলমান আছে। এছাড়াও আরও ৫ টি ডায়ালাইসিস বেড নিয়ে মোট ১০ টি বেড নিয়ে এই সেবা প্রদান করা হবে। ডায়ালাইসিস ইউনিট হাসপাতালের ৬ ষষ্ঠ তলায় অবস্থিত। শুক্রবার ও সরকারি ছুটির দিন ছাড়া প্রতিদিন দুই শিফটে (সকাল- বিকাল) ডায়ালাইসিস সেবা প্রদান করা হচ্ছে।
ডায়ালাইসিস সেবা নিতে আসা জামালগঞ্জ উপজেলা একজন শিক্ষিকা জানান, সুনামগঞ্জে ডায়ালাইসিস সেবা দেবার আগে সিলেট থেকে তাকে এই সেবা নিতে হতো। সিলেট যেতে যাতায়াত ভাড়াসহ চিকিৎসা নিতে প্রচুর টাকা খরচ করতে হতো। সুনামগঞ্জে ডায়ালাইসিস সেবা নেওয়ার সুযোগ হওয়ায় কম খরচে ভালো ডায়ালাইসিস সেবা নিয়ে তিনি এখন সুস্থ রয়েছেন।
প্রসঙ্গত, ২০২০ সালের ৫ জানুয়ারি সংসদ সদস্য অ্যাড. পীর ফজলুর রহমান মিসবাহ এমপি ডায়ালাইসিস ইউনিট উদ্বোধন করেন। উদ্বোধনের পর থেকেই নিয়মিত কিডনি সমস্যার রোগীদের ডায়ালাইসিস সেবা প্রদান করা হচ্ছে।