স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জের সীমান্ত এলাকায় চালু হলো আরেকটি বর্ডার হাট (বাংলাদেশ ও ভারত সীমান্তের মধ্যবর্তী সীমান্ত হাট)। বৃহস্পতিবার দুপুরে দোয়ারাবাজারের বোগলা ইউনিয়নের সীমান্ত এলাকায় বাগানবাড়ি—রিংকু নামের এই বর্ডার হাটে আনুষ্ঠানিক কেনা—বেচার উদ্বোধন করেন সুনামগঞ্জ ৫ আসনের সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক ও ভারতের সহকারী হাই কমিশনার নীরজ কুমার জায়সওয়াল। উদ্বোধনী অনুষ্ঠান শেষে দুই দেশের শীর্ষ কর্মকর্তাদের সৌজন্যমূলক মতবিনিময় সভা হয়।
সুনামগঞ্জ শহর থেকে প্রায় ৩৫ কিলোমিটার দূরে সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার সীমান্তবর্তী বোগলা ইউনিয়নে বাগানবাড়ি—রিংকু বর্ডারহাট (যেখানে উভয় দেশের নিকটবর্তী এলাকার নাগরিকরা বিক্রেতাদের কাছ থেকে পণ্য নিতে পারে) চালু হয়েছে। এই হাটে বাংলাদেশের ২৬ ও ভারতের ২৪ টি মিলে মোট ৫০ টি দোকান বসেছে। প্রথমদিনে পণ্য কিনতে উপচে পড়া ভিড় ছিল ক্রেতাদের। দুই দেশের সীমান্তঘেঁষা মানুষের মিলন মেলায় পরিণত হয় হাট।
স্থানীয় বাসিন্দা সিরাজ মিয়া বললেন, আমরা আনন্দিত, অপেক্ষাকৃত কমমূল্যে ভারতীয় প্রসাধন সামগ্রী, চকলেট, জুতোসহ নানা পণ্য সহজে কিনতে পারবো।
ভোগলা এলাকার বাসিন্দা রহিমা বেগম বললেন, প্রথম দিনেই প্রসাধন সামগ্রী, জিরা, চকলেটসহ অনেক কিছুই বাজারমূল্য থেকে কমে কিনেছি। প্রতি বৃহস্পতিবার বাজার বসবে। আমি প্রত্যেক হাটবারেই এখানে আসতে চেষ্টা করবো।
দুই দেশের দোকানীরা হাটে পান—সুপারী, সবজী, ফল, নানা জাতের মসলা, কাপড়—ছোপড়, পায়ের জুতা, প্রসাধন সামগ্রীসহ স্থানীয়ভাবে উৎপাদিত এবং হাতে তৈরি পণ্য নিয়ে বসেছিলেন।
বাংলাদেশ অংশে দোকান নিয়ে বসেছিলেন কৈয়াজুরির নূরে আলম। বললেন, ঠিকঠাকভাবে সপ্তাহে একদিন দোকান নিয়ে বসলেই যে আয় হবে। পরিবার—পরিজন নিয়ে খেয়ে বেঁচে থাকা সম্ভব। একই ধরণের মন্তব্য করলেন, পেশকারগাঁওয়ের নৌশাদ আলী।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে ভারতের সহকারী হাই কমিশনার নীরজ কুমার জায়সওয়াল বললেন, সুনামগঞ্জের দোয়ারা বাজারে বাগানবাড়ি—রিংকু বর্ডারহাট চালু হওয়ায় বাংলাদেশ ও ভারতের সীমান্তবর্তী এলাকার মানুষ অর্থনৈতিকভাবে লাভবান হবেন। দুই দেশের মানুষের মধ্যে সুসম্পর্ক আরও নিবিড় হবে।
জেলা প্রশাসক জাহাঙ্গীর হোসেন বলেন, নতুন সীমান্ত হাটে শৃঙ্খলার সঙ্গে সীমান্তের জনগণ হাটবাজার করতে পারেন সেই ব্যবস্থা করা হয়েছে। দুই দেশের হাট কমিটি এটি যত্নের সঙ্গে পরিচালনা করবেন।
স্থানীয় সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক বলেন, এই বর্ডার হাট চালু হওয়ায় দুই দেশের সীমান্ত জনগণের সম্পর্ক ঘনিষ্ট হবে। হাটে যাতায়াতের যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের জন্য প্রকল্প গ্রহণ করা হয়েছে, এটি বাস্তবায়ন হলে মানুষ সহজেই যাতায়াত করতে পারবেন।
অনুষ্ঠানে সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ব্যারিস্টার এম এনামুল কবির ইমন, অতিরিক্ত পুলিশ সুপার আবু সাঈদ, ইউপি চেয়ারম্যান আব্দুল হালিম বীরপ্রতীক, দোয়ারাবাজার উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক আব্দুল খালেক ও আমিরুল হক, বোগলা রুসমত আলী—রামসুন্দর স্কুল এণ্ড কলেজের পরিচালনা কমিটির সভাপতি অ্যাড. ছায়াদুর রহমান, ইউপি চেয়ারম্যান মিলন খাঁন, ইউপি চেয়ারম্যান আবুল হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
আগামী ১৬ মে তাহিরপুর উপজেলার লাউড়েরগড়ে সাহিদাবাদ বর্ডার হাট নামে আরেকটি হাটের উদ্বোধন করা হবে। গেল বছরের (২০২১ সালে) স্বাধীনতা দিবসে দুই দেশের প্রধানমন্ত্রী এসব বর্ডার হাটের উদ্বোধন করেছিলেন।
২০১২ সালের ৩০ এপ্রিল সুনামগঞ্জের জাহাঙ্গীরনগর ইউনিয়নের ডলুরায় আরেকটি বর্ডারহাট চালু হয়েছিল।
- আগামী ১৯ মে থেকে পালিত হবে ভূমি সেবা সপ্তাহ
- তাহিরপুরে হাওরের স্লুইসগেটের খুলে দেয়ার সিদ্ধান্ত