দিরাই প্রতিনিধি
সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনের সংসদ সদস্য ড. জয়া সেনগুপ্তা আগামী জাতীয় সংসদ নির্বাচনেও অংশগ্রহণ করার আগ্রহ প্রকাশ করেছেন। মঙ্গলবার দুপুর ১২ টায় দিরাই উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি এ আগ্রহ প্রকাশ করেন।
তিনি বলেন, দিরাই-শাল্লার মানুষ ৫০ বছরে সুরঞ্জিত সেনগুপ্ত কে তৈরি করছেন, আমাকেও দুইবার নির্বাচিত করেছেন। দিরাই-শাল্লাবাসীর কাছে সেন পরিবার দায়বদ্ধ। জীবনের শেষদিন পর্যন্ত এলাকার মানুষের জন্য কাজ করে যেতে চাই।
আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকার বিজয় নিশ্চিত করতে মাঠে থাকার প্রত্যয় ব্যক্ত করে তিনি বলেন, আওয়ামী লীগে ঘাপটি মেরে থাকা বিএনপি-জামায়াতের এজেন্টরা সেন পরিবারকে রাজনীতি থেকে হটানোর জন্য বিভিন্ন অপ্রচার চালাচ্ছে।
দিরাই-শাল্লা আওয়ামীলীগ ঐক্যবদ্ধ রয়েছে উল্লেখ করে তিনি বলেন, কতিপয় বিপথগামী লোক যারা সভানেত্রীর সিদ্ধান্ত অমান্য করে বিদ্রোহ করেছিল, তারা দলে বিভাজন তৈরী করার ষড়যন্ত্র করছে। কিন্তু বঙ্গবন্ধুর আদর্শের তৃণমূল নেতাকর্মীরা তা কখনও মেনে নিতে পারে না। সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনে নৌকার বিজয় ধরে রাখতে আমি নির্বাচন করতে চাই।
মতবিনিময়কালে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি কামাল উদ্দিন, সাধারণ সম্পাদক প্রদীপ রায়, আওয়ামী লীগ নেতা আসাদ উল্লাহ, আবদুল আজিজ বদর, পৌর মেয়র বিশ্বজিৎ রায় প্রমুখ।
প্রসঙ্গত, রাজনীতি সচেতন এলাকা হিসেবে পরিচিত দিরাই-শাল্লায় ১৯৭০ সালের নির্বাচনে প্রয়াত জাতীয় নেতা সুরঞ্জিত সেনগুপ্ত ন্যাপ থেকে প্রাদেশিক পরিষদের সদস্য নির্বাচিত হয়ে দেশের রাজনীতিতে ইতিহাস তৈরি করেন। ১৯৮৬ ও ১৯৯১ এর জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের সঙ্গে জোটবদ্ধ হয়ে নির্বাচনে জয়ী হন তিনি। ১৯৯৫ সালে আওয়ামী লীগে যোগ দিয়ে সুরঞ্জিত প্রথমে দলের কেন্দ্রীয় কমিটির সদস্য এবং পরে সভাপতিম-লীর সদস্য হন। ১৯৯৬ সালের সংসদ নির্বাচনে সুরঞ্জিত সেন ভোটে হেরে গেলেও পরে হবিগঞ্জের আজমিরিগঞ্জ-বানিয়াচুঙ আসনে উপ-নির্বাচন করে বিজয়ী হন। সুরঞ্জিত সেন গুপ্ত দিরাই-শাল্লা আসনে ছয়বার এবং হবিগঞ্জ-বানিয়াচঙ আসনে একবারসহ সাতবার জাতীয় সংসদের সদস্য নির্বাচিত হয়েছিলেন।
২০১৭ সালের পাঁচ ফেব্রুয়ারি তিনি (সুরঞ্জিত সেন গুপ্ত) মৃত্যুবরণ করলে ওই বছরের ৩০ মার্চ উপনির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসাবে বিজয়ী হন সুরঞ্জিতের স্ত্রী ড. জয়া সেন গুপ্তা।
২০১৮ সালের ৩০ ডিসেম্বর সর্বশেষ জাতীয় সংসদ নির্বাচনেও এই আসনে আওয়ামী লীগের প্রার্থী হয়ে ড. জয়া সেন গুপ্তা নির্বাচিত হন। গেল দুই বছরের বেশ কিছুদিন অসুস্থ্য ছিলেন তিনি। তাঁর অসুস্থ্যতায় এলাকায় প্রচার ছিল, তিনি আর নির্বাচন করবেন না।
নির্বাচনী এলাকার দুই উপজেলায় দলের অনেকেই ইতিমধ্যে আগামী জাতীয় নির্বাচনে অংশ গ্রহণের আকাঙ্খা জানিয়ে ব্যানার, পোষ্টার, লিপলেট ছড়িয়ে প্রচারণায় নেমেছেন।
এঁদের মধ্যে রয়েছেন জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি মতিউর রহমান, শাল্লা উপজেলা পরিষদ চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলামিন চৌধুরী, অবসরপ্রাপ্ত যুগ্ম সচিব মিজানুর রহমান চৌধুরী, বিমান বাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তা তানভীর তুলি, ব্যারিস্টার অনুকূল তালুকদার ডাল্টন ও যুক্তরাজ্য প্রবাসী শামছুল হক চৌধুরী।
- জগন্নাথপুর উপজেলা নির্বাচন/ দুই মেরু এক মোহনায়
- জৈব সার উৎপাদন করছেন সালাউদ্দিন