বিশেষ প্রতিনিধি
সুনামগঞ্জ প্রবাসী সম্মাননা সংসদের (সুপ্রবাস) কমিটি গঠন করে প্রবাসী-স্বজন মেলার দিনক্ষণ চূড়ান্ত করা হয়েছে। আগামী ৩০ ডিসেম্বর জাতীয় প্রবাসী দিবসে সুনামগঞ্জ শহরে দুদিনব্যাপী এই মেলা আয়োজন করা হবে। এতে যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্যসহ পৃথিবীর নানা দেশে বসবাসরত সুনামগঞ্জের বাসিন্দাদের যুক্ত করা হবে। গত বৃহস্পতিবার রাতে সিলেট নগরীর হাউজিং এস্টেট এলাকায় সুপ্রবাসের জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
মেলা উদযাপনে উপদেষ্টা, পৃষ্টপোষক মনোনীত করে সুপ্রবাসের পাঁচ সদস্যের একটি আহবায়ক কমিটি গঠন করা হয়। বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের (পিএসসি) সাবেক চেয়ারম্যান, কবি ও গবেষক মোহাম্মদ সাদিককে উপদেষ্টা এবং সুনামগঞ্জ পৌরসভার চেয়ারম্যান নাদের বখতকে পৃষ্টপোষক মনোনীত করা হয়। সুপ্রবাসের আহবায়ক মনোনীত হন অধ্যাপক সাব্রী সাবেরীন, সদস্য সচিব সাংবাদিক উজ্জ্বল মেহেদী। আহবায়ক কমিটির তিন সদস্য হচ্ছেন, আশরাফ হোসেন লিটন, খলিল রহমান ও মো. মুশফিকুর রহমান।
সভায় গত ১৯ জানুয়ারি সুনামগঞ্জে সুপ্রবাসের ‘প্রিয়জন পুনর্মিলনী’ অনুষ্ঠানে প্রবাসী স্বজন-শুভানুধ্যায়ীদের পরামর্শ ও প্রস্তাব নিয়ে আলোচনা হয়। জাতীয় প্রবাসী দিবসে মেলা করার প্রস্তাবের পরিপ্রেক্ষিতে সুনামগঞ্জে দুদিনের মেলা করার প্রস্তুতি হিসেবে সুপ্রবাসের একটি ফেসবুক পেজ খুলে কার্যক্রম শুরুর সিদ্ধান্ত হয়। সভার সিদ্ধান্ত অনুযায়ী প্রবাসী স্বজন-শুভানুধ্যায়ীদের নিবন্ধিত করতে অচিরে অনলাইনভিত্তিক কার্যক্রম শুরু করা হবে। দুদিনের মেলায় সুনামগঞ্জ জেলার বাসিন্দা সকল প্রবাসী ও তাঁদের পরিবারকে একীভূত করতে বড় পরিসরে মেলা করার জন্য প্রাথমিকভাবে সুনামগঞ্জ সরকারি জুবিলি উচ্চবিদ্যালয়ের মাঠ ব্যবহারের সিদ্ধান্ত হয়। এর আগে মেলা উদযাপন পরিষদ গঠন করে এতে সুনামগঞ্জের সকল সামাজিক, সাংষ্কৃতিক ও পেশাজীবী সংগঠনকে একাত্ম করার বিষয়েও বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করা হয়। দুদিনের মেলায় প্রবাসী গুণী ব্যক্তিদের জন্য ‘আজীবন সুপ্রবাস পদক’ ও অংশগ্রহণকারী প্রবাসীদের জন্য ‘সুপ্রবাস সম্মাননা’ দেওয়া হবে।
সুপ্রবাস আহবায়ক সাব্রী সাবেরীন বলেন, জাতীয় প্রবাসী দিবস উদযাপন আনুষ্ঠানিকতায় প্রবাসীদের নিয়ে এ রকম মেলার আয়োজন বাংলাদেশে প্রথম হবে বলে আমরা মনে করছি। সুনামগঞ্জ শহরে অতীতে এমন অনেক কিছু হয়েছে, যা বাংলাদেশে প্রথম। এই মেলাটিও সে রকম কিছু হবে। তিনি জানান, উদযাপনে উপদেষ্টা, পৃষ্টপোষক ও প্রস্তুতি উপকমিটি গঠন করা হবে। এর মধ্য দিয়ে পুরো আয়োজনকে সর্বজনীন রূপ দেওয়া হবে। অনলাইনভিত্তিক কার্যক্রম শুরুর পর্যায়ে সুনামগঞ্জে সুপ্রবাস একটি সভা করে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে।
- কৃষকরাই বাংলাদেশের জয় নিশ্চিতের নির্মাতা
- শান্তিগঞ্জে প্রতি ইউনিয়নে বিএনপির পদযাত্রা