স্টাফ রিপোর্টার
সুপ্রীমকোর্ট বার নির্বাচনে গ্রহণযোগ্য সার্বজনীন কমিশন গঠনের মাধ্যমে পুন:নির্বাচন, সাংবাদিক ও আইনজীবীদের উপর পুলিশি নির্যাতনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে সুনামগঞ্জ জেলা আইনজীবী ফোরাম। রবিবার দুপুরে সুনামগঞ্জ জেলা আইনজীবী সমিতি পা্রঙ্গণে এই মিছিল ও মানববন্ধন হয়।
জেলা জাতীয়তাবকাদী আইনজীবী ফোরামের সভাপতি অ্যাড. মাসুক আলমের সভাপতিত্বে মানববন্ধন চলাকালে সংগঠনের সাংগঠনিক সম্পাদক অ্যাড. সালেহ আহমেদের সঞ্চালনায় বক্তব্য রাখেন, সংগঠনের সাধারণ সম্পাদক অ্যাড. আব্দুল হক, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাড. আব্দুল মজিদ জুয়েল, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাড. আমিরুল হক, অ্যাড. রমজান আলী, অ্যাড. আজমল হোসেন প্রমুখ।
বক্তারা বলেন, সুপ্রীমকোর্ট নির্বাচনে পুলিশ দিয়ে আইনজীবীদের নির্যাতন করা হয়েছে। এই ঘটনার সুষ্ঠু তদন্ত করে বিচার করতে হবে। নির্বাচনে ব্যালট পেপার নিজেরা তৈরী করে রাতের আধারে নির্বাচন কমিশনারের রুমে সীল মারতে চাপ সৃষ্টি করা হয়েছে। এই নির্বাচন বাতিল করে নিরপেক্ষ নতুন কমিশন গঠন করে নির্বাচন করার দাবি জানান বক্তারা।
- তারাবিল শুকিয়ে মৎস্য আহরণ বন্ধ করেছে প্রশাসন
- জামালগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ