দিরাই ও শাল্লা প্রতিনিধি
প্রয়াত রাজনীতিবিদ, আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সাবেক সদস্য একাত্তরের মুক্তিযুদ্ধে ৫ নম্বর সেক্টরের অধীন টেকেরঘাট সাব সেক্টরে প্রথম সাবসেক্টর কমান্ডার এবং পরে সংগঠক সুরঞ্জিত সেনগুপ্তের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। রোববার দিনব্যাপী দিরাই-শাল্লা উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী অঙ্গসংগঠন এবং বিভিন্ন সামাজিক সংগঠন নানা কর্মসূচির মাধ্যমে তাঁর মৃত্যুবার্ষিকী পালন করে।
দিরাই উপজেলায় সকাল ৭ টায় আওয়ামী লীগ কার্যালয়ে কালো পতাকা উত্তোলন করা হয়। এরপর কালো ব্যাজ ধারণ করে বেলা সাড়ে ১১ টায় উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, কৃষকলীগ, শ্রমিক লীগ নেতৃবৃন্দ শোক র্যালি করেন। র্যালি শেষে সুরঞ্জিত সেনগুপ্তের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
এছাড়া সুরঞ্জিত সেন স্মৃতি পরিষদ, দিরাই প্রেসক্লাব, সুরঞ্জিত সেনগুপ্ত পলিটেকনিক ইনস্টিটিউট ও মহিলা কলেজের পক্ষ থেকে সুরঞ্জিত সেনগুপ্তের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ব্যারিস্টার এম. এনামুল কবির ইমনের নেতৃত্বে সুরঞ্জিত সেনগুপ্তের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।
দুপুর এক টায় আওয়ামী লীগ কার্যালয় প্রাঙ্গণে উপজেলা আওয়ামী লীগের সভাপতি কামাল উদ্দিনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক প্রদীপ রায়ের সঞ্চালনায় শোকসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ব্যারিস্টার এম. এনামুল কবির ইমন। প্রধান বক্তার বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আলতার উদ্দিন, দিরাই পৌরসভার মেয়র বিশ্বজিৎ রায়, জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ ইশতিয়াক শামীম।
বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা লুৎফর রহমান এ-ওর, আসাদ উল্লাহ করিমপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান লিটনচন্দ্র দাস, শৈলেন চন্দ্র দাস, তাহের সর্দার, সাবেক সাংগঠনিক সম্পাদক অ্যাড. অভিরাম তালুকদার, প্রেসক্লাব সাধারণ সম্পাদক জিয়াউর রহমান লিটন, শফিকুল ইসলাম শফিক, যুবলীগ নেতা কামরুল ইসলাম, ইকবাল সর্দার, কাউন্সিলর লিটন রায়, সোয়েব চৌধুরী, ছাত্রলীগ নেতা সায়েল চৌধুরী ও সজীব নুর প্রমুখ।
এদিকে শাল্লায় সুরঞ্জিত সেনগুপ্তের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে।
দুপুর ১২ টায় সুরঞ্জিত সেনগুপ্ত স্মৃতি পরিষদ সভাপতি ও উপজেলা আওয়ামী লীগ ভারপ্রাপ্ত সভাপতি অলিউল হকের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল আমিন চৌধুরী।
সুরঞ্জিত সেনগুপ্ত স্মৃতি পরিষদের সাধারণ সম্পাদক পিসি দাস পীযুষ’র সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন শাল্লা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি আব্দুস ছাত্তার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট দীপু রঞ্জন দাশ, কৃষক লীগের সাবেক সভাপতি কাজল বরণ চৌধুরী, সাবেক ছাত্রলীগ নেতা শ্যামাপদ সরকার, সুরঞ্জিত সেনগুপ্ত স্মৃতি পরিষদের সিনিয়র সদস্য বিকাশ রঞ্জন চক্রবর্তী, আটগাঁও ইউপি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মামুন আল কাউসার, সাবেক ছাত্রলীগ সভাপতি রেজাউল করিম লিটন, সেচ্ছাসেবক লীগের সদস্য সচিব অজয় তালুকদার প্রমুখ।
দিরাই ও শাল্লায় পৃথক স্মরণ সভায় বক্তারা বলেন, সুরঞ্জিত সেনগুপ্তের রাজনৈতিক জীবনকে এক কথায় বর্ণাঢ্য বলে শেষ করে দেয়া যাবে না। দীর্ঘ ৫৯ বছর রাজনীতি করেছেন দাপটের সঙ্গে। ষাটের দশকের উত্তাল রাজনীতি থেকে উঠে আসা বামপন্থি এই নেতা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন আওয়ামী লীগের রাজনীতিতে। সাধারণ মানুষকে আকর্ষণ করার অসাধারণ ক্ষমতা ছিলো সুরঞ্জিত সেনগুপ্তের মধ্যে। যে কোন জটিল বিষয় সহজ করে হাস্যরসে বলার অসামান্য ক্ষমতার অধিকারী ছিলেন তিনি। তাঁর মৃত্যুতে দেশ ও দলের অপূরণীয় ক্ষতি হয়েছে। এসময় সুরঞ্জিত সেনগুপ্তের নীতি ও আদর্শকে হৃদয়ে লালন করে সামনে এগিয়ে যাওয়ার জন্য সবার প্রতি আহ্বান জানান বক্তারা।
বিকাল ৫টায় শাল্লা সদর সার্বজনীন কালী মন্দিরে সুরঞ্জিত সেনগুপ্তের আত্মার শান্তি কামনায় প্রার্থনা অনুষ্ঠিত হয়। এর পূর্বে সকাল ১০ টায় সুরঞ্জিত সেনগুপ্তের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে একটি শোকর্যালি উপজেলা সদরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
প্রসঙ্গত, প্রয়াত রাজনীতিবিদ, আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সাবেক সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত ২০১৭ সালের এই দিনে মৃত্যুবরণ করেন।
- যুদ্ধ জয়ের নানা গল্প শুনলেন শিক্ষার্থীরা
- জাতীয় গ্রন্থাগার দিবস পালিত