স্টাফ রিপোর্টার
শহরতলীর সুরমা নদীতে ভ্রাম্যমান আদালতের অভিযান হয়েছে। বুধবার বিকেলে শহরের রিভারভিউ এলাকা থেকে শুরু হয়ে আব্দুজ জহুর সেতু এলাকা পর্যন্ত এই অভিযান চালানো হয়। অভিযানে প্রায় এক লক্ষ টাকার কারেন্ট জাল জব্দ করা হয়েছে।
এ সময় পরিচালিত অভিযানে ১ শত কারেন্ট জাল জব্দ করা হয়। পরে জব্দকৃত কারেন্ট জাল উপজেলা পরিষদে এনে আগুন দিয়ে পুড়িয়ে ফেলা হয়।
অভিযানের নেতৃত্ব দেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রদীপ সিংহ। এ সময় উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য অফিসার সীমা রাণী বিশ^াস, সদর থানার টিএসআই মো. হেলাল উদ্দিন প্রমুখ।
- বিশ্বম্ভরপুরে শিশু একাডমীর মৌসুমী প্রতিযোগিতা
- দিরাইয়ে ব্যবসায়ী ও সাধারণ জনগণের সাথে পুলিশ সুপারের মতবিনিময়