স্টাফ রিপোর্টার
জগন্নাথপুরে উপজেলা পরিষদ উপ-নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী নুরুল ইসলাম বিপুল ভোটে জয়ী হয়েছেন। তার প্রাপ্ত ভোট ২২ হাজার ১৩২ এবং নিকটতম হয়েছেন যুক্তরাজ্য প্রবাসী স্বতন্ত্র প্রার্থী সৈয়দ তালহা আলম। পেয়েছেন ১১ হাজার ২০৩ ভোট (বেসরকারিভাবে প্রাপ্ত)।
কেন্দ্র অনুযায়ী ভোট পর্যালোচনা দেখা গেছে, আওয়ামী লীগ প্রার্থী নুরুল ইসলাম সবচেয়ে কম ভোট পেয়েছেন সৈয়দপুর ইউনিয়নে। উপজেলার প্রবাসী অধ্যুসিত সবচেয়ে বড় গ্রাম সৈয়দপুরের তিন কেন্দ্রে প্রতিদ্বন্দ্বিতাই গড়তে পারে নি নৌকা। অথচ. সৈয়দপুরের দুই বিশিষ্ট রাজনীতিক আওয়ামী লীগের দুটি বড় ইউনিটের শীর্ষ পদে রয়েছেন।
গ্রামের একজন আওয়ামী লীগ কর্মী জানালেন, যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুক আহমদ, অপরজন জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি এবং প্রস্তাবিত (কেন্দ্রের নিকট প্রস্তাব আকারে দেওয়া) জেলা কমিটির সহ-সভাপতি সৈয়দ আবুল কাশেম এই গ্রামের বাসিন্দা। আগামী জাতীয় নির্বাচনে সুনামগঞ্জ-৩ (জগন্নাথপুর-শান্তিগঞ্জ) আসনে মনোনয়ন চান ফারুক আহমদ। সৈয়দ আবুল কাশেমও বিগত জাতীয় নির্বাচনে এই আসনে মনোনয়ন প্রত্যাশী ছিলেন। অথচ. তাঁদের গ্রামে প্রতিদ্বন্দ্বিতা গড়তে পারছে না আওয়ামী লীগ।
স্থানীয় ভোটারদের অনেকে বলেছেন, উপজেলা আওয়ামী লীগের যুগ্মসম্পাদক স্থানীয় সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবুল হাসান খুনের মামলার আসামী হয়ে পালিয়ে থাকায় এই তিন কেন্দ্রে এবারের নির্বাচনে আরও বেশি বেকায়দায় ছিল আওয়ামী লীগ।
এই নির্বাচনে সৈয়দপুরের তিন কেন্দ্র সৈয়দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, সৈয়দপুর হাফিজিয়া মাদ্রাসা এবং সৈয়দপুর আলিয়া মাদ্রাসা মিলে জমিয়তে উলামায়ে ইসলামের প্রার্থী যুক্তরাজ্য প্রবাসী আব্দুল কাইয়ুম কামালি সিতু খেজুর গাছ প্রতীকে পেয়েছেন ১০২১ ভোট, যুক্তরাজ্য প্রবাসী সৈয়দ তালহা আলম কাপপিরিচে পেয়েছেন ৩৬৪ ভোট এবং আওয়ামী লীগের মনোনীত প্রার্থী এই তিন কেন্দ্রে ২৭৫ ভোট পেয়ে তৃতীয় অবস্থানে ছিলেন।
ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ছোট মিয়া বললেন, খেজুরগাছ ও কাপপিরিচের সমর্থকরা টাকা ছড়িয়েছে। আমাদের কর্মীরা খুনের মামলার জন্য অনেকে এলাকা ছাড়া। এসব কারণে আমরা খুবই কম ভোট পাব আমি আগেই নেতাদেরকে জানিয়ে ছিলাম।
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু বললেন, স্থানীয় নির্বাচনে অর্থাৎ ইউনিয়ন পরিষদ নির্বাচনে অনেক সময় আঞ্চলিকতায় আমাদের প্রার্থী জয়ী হয়। প্রকৃতপক্ষে এখানে আমাদের ভোট কম। বিগত সময়ে কোন জাতীয় নির্বাচনে কিংবা উপজেলা পরিষদ নির্বাচনে এই তিন কেন্দ্রে আমরা কখনো জয়ী হয়েছিলাম বলে মনে হচ্ছে না আমার।
শিরোনাম:
- ‘ডাইনামিক ইংলিশ গ্রামার এন্ড কম্পোজিশন’ বইয়ের মোড়ক উন্মোচন
- বিশ্বম্ভরপুরে চান্দিনা ভিটের লাইসেন্স বিতরণ
- বিশ্বম্ভরপুরে জাতির পিতার ‘জুলিও কুরি’ পদকপ্রাপ্তির ৫০ বছর পূর্তি উদযাপন
- সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে আন্ত:ক্লাব বির্তক প্রতিযোগিতা
- বঙ্গবন্ধুর ‘জুলিও কুরি’ পদক প্রাপ্তির ৫০ বছর পূর্তিতে জামালগঞ্জে সভা