স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জ জেলা পুষ্টি সমন্বয় কমিটির সভা ও অনলাইন জেলা পুষ্টি কর্মপরিকল্পনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসন সম্মেলন কক্ষে বাংলাদেশ জাতীয় পুষ্টি পরিষদ (বিএনএনসি) ও জেলা পুষ্টি সমন্বয় কমিটির আয়োজনে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় বাংলাদেশ জাতীয় পুষ্টি পরিষদ উপ- পরিচালক ডা. মো. আকতার ইমাম পুষ্টি নিয়ে একটি প্রতিবেদন তুলে ধরেন।
জেলা প্রশাসক দিদারের আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী সভাপতিত্বে কর্মশালায় প্র্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয় পুষ্টি পরিষদ (বিএনএনসি) মহাপরিচালক ডা. হাসান শাহরিয়ার কবীর।
এসময় তিনি বলেন, পুষ্টি সম্পর্কে আমাদের দেশের জনগণকে সচেতন করতে হবে। সরকার দেশের কৃষিতে উন্নয়নে কাজ করে যাচ্ছে। এখন পুষ্টি সম্পর্কে বেশি করে প্রচারণার প্রয়োজন রয়েছে। স্কুলে পুষ্টি সমৃদ্ধ মিডডে মিল চালু করা হবে। দেশের সকল সরকারি অফিস আদালতে পুষ্টিকর খাবারের ব্যবস্থা করা হবে। দেশের জনগণ পুষ্টিকর খাবার খেলে সকলেই সঠিক ভাবে বেড়ে ওঠবে। যেখানে খালি জায়গা থাকবে সেখানে শাকসবজি চাষ করতে হবে।
কর্মশালায় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শেখ মহিউদ্দিন, সিভিল সার্জন ডা. আহম্মেদ হোসেন, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার জাহাঙ্গীর আলম, শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডা. জসিম উদ্দিন প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন সমাজসেবা উপ পরিচালক সুচিত্রা রায়, জেলা মৎস্য কর্মকর্তা সুনীল মন্ডল প্রমুখ।
- সর্বাত্মক রেশনিং ব্যবস্থা চালুর দাবি
- ১৫ টি গ্রামের কৃষকের জমি নিয়ে উৎকণ্ঠা