স্পেশাল কনট্রিবিউশন সম্মাননা পেলেন ফয়সল

শান্তিগঞ্জ অফিস
এনটিভি ইউরোপে নিউজসহ বিভিন্ন প্রজেক্টে গুরুত্বপূর্ণ অবদান রাখায় ‘স্পেশাল কনট্রিবিউশন সম্মাননা’ পেয়েছেন সুনামগঞ্জের কৃতিসন্তান এনটিভি ইউরোপ নর্থাম্পটন প্রতিনিধি মিসবাহুদ্দোজা মু আব্দুল ফাত্তাহ চৌধুরী ফয়সল। গত ৬ মার্চ বার্ষিক প্রতিনিধি সম্মেলনে এনটিভি ইউরোপের সিইও সাবরিনা হোসাইন ও ডিরেক্টর মোস্তফা সারওয়ার বাবু সম্মাননা তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন হেড অফ সেলস সুহেল আহমেদ, হেড অফ ব্রডকাস্ট রবিন হায়দার খান প্রমুখ।
সুনামগঞ্জ পৌর শহরের ষোলঘর চৌধুরী বাড়িতে মিসবাহুদ্দোজা মু আব্দুল ফাত্তাহ চৌধুরী ফয়সল’র জন্ম। তাঁর বাবা মরহুম মাওলানা আব্দুর রহিম চৌধুরী শান্তিগঞ্জ উপজেলার দরগাপাশা আব্দুর রশিদ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ছিলেন।