স্বাধীনতা দিবস উদযাপনে প্রস্তুতি সভা

স্টাফ রিপোর্টার, তাহিরপুর
১৭মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান এর জন্মবার্ষিকী, ২৫মার্চ গণহত্যা দিবস ও ২৬মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপনে তাহিরপুরে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা বঙ্গবন্ধু মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ইউএনও সুপ্রভাত চাকমা। সভায় দিবসগুলো উদযাপনে বিভিন্ন উপ—কমিটি গঠন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন তাহিরপুর উপজেলা চেয়ারম্যান করুণা সিন্ধু চৌধুরী বাবুল, উপজেলা আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন খান, সহকারী কমিশনার (ভূমি) মো. আসাদুজ্জামান রনি, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ ইফতেখার হোসেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা বেগম, উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার রফিকুল ইসলাম, জেলা পরিষদ সদস্য সেলিনা আবেদীন, উপজেলা কৃষি কর্মকর্তা হাসান উদ—দৌলা, সমাজসেবা কর্মকর্তা তৌফিক আহমেদ, উপজেলা প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম, ইউপি চেয়ারম্যান জুনাব আলী, আলী হায়দার, নিজাম উদ্দিন, উপজেলা যুবলীগ আহবায়ক হাফিজ উদ্দিন, উপজেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক আলমগীর খোকন, সাংবাদিক রমেন্দ্র নারায়ন বৈশাখ, শওকত হাসান, মনিরাজ শাহ, শঙ্কর চন্দ প্রমুখ।