স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জের দিরাই উপজেলা সদরের রামকৃষ্ণ সেবাশ্রমে নানা আয়োজনে স্বামী বিবেকানন্দের ১৬১ তম জন্মতিথি উদযাপন চলছে। দুইদিন ব্যাপি আয়োজনের প্রথম দিনে সমবেত প্রার্থনা, পূজা অর্চনা, কুইজ প্রতিযোগিতা, ভক্তিমূলক গানের প্রতিযোগিতা ও নৃত্য প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। তিনটি গ্রুপে ২০০ এর বেশি প্রতিযোগি অংশ নিয়েছে এসব প্রতিযোগিতায়। বিজয়ীদের মধ্যে আজ শনিবার বিকেলে পুরস্কার বিতরণ হবে।
স্বামী বিবেকানন্দ যুব পরিষদের দিরাই উপজেলা সভাপতি পঙ্কজ কান্তি রায় জানিয়েছেন, দ্বিতীয় দিনের অনুষ্ঠানে বস্ত্র বিতরণ, আলোচনা সভায় ও প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ হবে।
- জামালগঞ্জে খাল খনন কাজের উদ্বোধন করলেন সাংসদ শামীমা
- নাবির ফাউন্ডেশনের শীতবস্ত্র বিতরণ