হারানো দিনের কথা

আব্দুর রাজ্জাক
যে দিন যায় ভালা যায়
সে দিন আর আসে না ফিরিয়া
কি দেখিলাম কি খাইলাম
সবই গেছে শেষ হইয়া॥
সুরমা নদীর চিতল মাছ
রুই, হিলুন, লাছ ও খারিস মাছ
রামনগরের নিমের পাঙ্গাস মাছ
কই গেল ভাই হারাইয়া॥
গজারিয়া নদীতে নাই বাইম মাছ
নাই বড়দইর বোয়ালের পিছা
ফরমালিনের বার্মিজ রউ
খাইতেছি আমরা কিনিয়া॥
রাতার চাউল পাক করিলে
গন্ধ যাইত ছড়াইয়া
২৮/২৯ শে পাইয়া
রাতা টেপি দিছে বিদায় করিয়া॥
অগ্রহায়ন মাস আসিলে
রুট পিঠা খাইত ঘি মাখাইয়া
বিরুন ভাত খাইত
মরচা গুড় আর দুধ দই দিয়া॥
গাছ পাকা ফজলি আম
আসত ষ্টীমারে করিয়া
উরমালিন ছিল না তাতে
কি মিষ্টি মনে যায় পড়িয়া॥
খাঁটি ফল নাই বাজারে
রাখে কেমিক্যাল দিয়া
যার কারণে কঠিন রুগে
মানুষ মরিতেছে খাইয়া॥
দু:খ লাগে আফসোস হয়
আগের দিনের কথা ভাবিয়া
অধম রাজ্জাক দিষে হারা
কি হইতে কি গেল হইয়া॥