১০টায়ও খুলেনি স্কুল/ব্যবস্থা নিতে ইউএনও’র চিঠি

আমিনুল ইসলাম, তাহিরপুর
তাহিরপুর উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের গ্রাম মাটিয়ান। গ্রামের নামে রয়েছে মাটিয়ান সরকারী প্রাথমিক বিদ্যালয়। ২৬ ফেব্রুয়ারি রবিবার হাওরের ফসল রক্ষা বাঁধ পরিদর্শনে গিয়েছিলেন ইউএনও সুপ্রভাত চাকমা। ফসল রক্ষা বাঁধের পাশে বিদ্যালয়টিতে গিয়ে দেখেন সবগুলো দরজাতে দালা দেয়া। এমনকি জাতীয় পাতাকাও উত্তোলন করা হয়নি। বেলা তখন ১০টা বেজে দুই মিনিট। এ অবস্থায় তিনি বিদ্যালয়ে আসা ছাত্রছাত্রীদের নিয়ে কিছু সময় কাটান এবং গ্রামের লোকজনের সাথে কথা বলে তিনি জানতে পারেন মাটিয়ান সরকারী প্রাথমিক বিদ্যালয়ে প্রতিদিন এভাবেই শিক্ষকরা ১০টার পরে বিদ্যালয়ে আসেন। এ বিষয়ে তিনি প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার জন্য তাহিরপুর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে চিঠি দেন। এমন বর্ণনা দিয়ে তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার ইউএনও তাহিরপুর ফেসবুক আইডি থেকে পোস্ট করায় ইউএনও’র এমন কাজটি মুহুর্তেই ভাইরাল হয়ে যায়।
মাটিয়ান সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. লুৎফুর রহমান বলেন, ২৬ ফেব্রুয়ারি তিনি শারিরীকভাবে অসুস্থ ছিলেন। যে কারণে ক্লাস্টার অফিসার আব্দুল আউয়াল স্যারকে বলে গিয়েছিলাম তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লক্সে আমাকে যেতে হবে। পাশাপাশি অপর ৩ সহকারী শিক্ষককে বলে গিয়েছিলাম যথাসময়ে বিদ্যালয়ে যাওয়ার জন্য। তাদের অনুপস্থিতির কারণে এ সমস্যা সৃষ্টি হয়েছে।
এ বিষয়ে তাহিরপুর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সৈয়দ আবুল খায়ের মাটিয়ান সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের যথাসময়ে উপস্থিত না থাকার বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় থেকে বৃহস্পতিবার একটি চিঠি পাওয়ার বিষয়টি সত্যতা স্বীকার করেছেন। সিদ্ধান্তের বিষয়টি তিনি দ্রুত উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করবেন বলেও জানান।
তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার সুপ্রভাত চাকমা বলেন, ২৬ ফেব্রুয়ারি তারিখে হাওরের ফসল রক্ষা বাঁধ পরিদর্শনে গিয়ে তিনি মাটিয়ান সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সকাল ১০টা ২মিনিটে শিক্ষকদের অনুপস্থিত পান। এ বিষয়ে ব্যবস্থা নেয়ার জন্য তাহিরপুর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে চিঠি দিয়েছেন বলে জানান তিনি।