১৬ বছর পর স্থায়ী ঠিকানায় জামালগঞ্জ প্রেসক্লাব

জামালগঞ্জ প্রতিনিধি
২০০৭ সালে প্রতিষ্ঠিত জামালগঞ্জ প্রেসক্লাব পেল নিজস্ব স্থায়ী ঠিকানা। প্রতিষ্ঠার পর থেকে বিভিন্ন ভাড়াটিয়া ঘরে অস্থায়ীভাবে প্রেসক্লাবের কার্যক্রম পরিচালিত হয়ে আসছিল। দীর্ঘ ১৬ বছর পর জায়গার মালিকানা সহ ঘর দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা বিশ^জিত দেব। জায়গা ও ঘর পেয়ে উল্লাস প্রকাশ করেন প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ।
রবিবার সন্ধ্যায় জামালগঞ্জ সবজি বাজারে মহানুভবতাই প্রেসক্লাবের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা বিশ^জিত দেব। এরপর জামালগঞ্জ প্রেসক্লাবের আয়োজনে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে সভায় সভাপতিত্ব করেন জামালগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো. হাবিবুর রহমান।
সাধারণ সম্পাদক মো. জিয়াউর রহমান ও যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুনের যৌথ সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা বিশ^জিত দেব। বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মঈন উদ্দিন আলমগীর, জামালগঞ্জ সরকারি ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রফিকুল ইসলাম বীন বারী, উপজেলা ভেটেরিনারী সার্জন ডা. আবুল কাশেম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী, যুগ্ম সাধারণ সম্পাদক কাজী আশরাফুজ্জামান, জামালগঞ্জ সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিতোশ কুমার তালুকদার, জামালগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিধান ভূষণ চক্রবর্তী।
বক্তব্য দেন প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ও বর্তমান নির্বাহী সদস্য মো. ওয়ালী উল্লাহ সরকার, প্রতিষ্ঠাতা সহ সভাপতি ও সদস্য আব্দুল আহাদ, প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও বর্তমান সদস্য অঞ্জন পুরকায়স্থ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সকল সরকারি বেসরকারি দপ্তরের কর্মকর্তা ও সুশীল সমাজের নেতৃবৃন্দ।