স্টাফ রিপোর্টার
এসিডের মামলা থেকে ২১ বছর পর খালাস পেলেন জেলার জগন্নাথপুরের এক ব্যক্তি। বৃহস্পতিবার এমন আদেশ দেন আদালত। খালাসপ্রাপ্ত ইছরাক আলী উপজেলার কাকবলী গ্রামের বাসিন্দা তাহিরউল্লাহ’র ছেলে।
মামলা সূত্রে জানা যায়, একই গ্রামের জবান উল্লার ছেলে মফিজ আলী এই এসিড মামলা দায়ের করেছিলেন। মামলায় তিনি উল্লেখ করেন, বিয়ের প্রস্তাব প্রত্যাখান করায় তার মেয়েকে ২০০১ সালের ২৯ আগস্ট রাতে রান্না ঘরে মেয়েকে এসিড নিক্ষেপ করা হয়। ভিকটিমকে পরে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। জগন্নাথপুর থানা পুলিশ মামলা (১৮/২০০২) রেকর্ড করে তদন্ত শেষে চার্জশীট দাখিল করেন। ১২ জন সাক্ষীর মধ্যে মামলায় ৯ জন সাক্ষ্য প্রদান করেন। রাষ্ট্রপক্ষ ২ জনকে বৈরী ঘোষণা করেন।
জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের বিচারক মো. জাকির হোসেন রায় ঘোষণা করে সন্দেহাতীথভাবে মামলাটি প্রমাণ করতে না পারায় অভিযুক্ত ইসরাক আলীকে খালাস প্রদান করেন।
রাষ্ট্র পক্ষের মামলা পরিচালনা করেন পিপি অ্যাড. নান্টু রায়। আসামী পক্ষে ছিলেন অ্যাড. শহীদুজ্জামান চৌধুরী, অ্যাড. নিরঞ্জন দাস, অ্যাড. সাজ্জাদুর রহমান সাজ্জাদ ও অ্যাড. শহীদুল হক।
- বিনা প্রতিদ্বন্দ্বিতায় জেলা পরিষদ চেয়ারম্যান হচ্ছেন ১৯ জন
- তাহিরপুরে ওয়ার্ল্ড ভিশনের নগদ অর্থ ও স্বাস্থ্য সুরক্ষা সহায়তা