২১ লক্ষাধিক টাকার পণ্য জব্দ

স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) টহল দলের অভিযানে ২১ লক্ষাধিক টাকার ভারতীয় অবৈধ পণ্য জব্দ করা হয়েছে।
জানা যায়, বাঁশতলা বিওপির টহল দল বৃহস্পতিবার দিবাগত রাতে দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজার ইউনিয়নের শহীদ মিনার থেকে ৫০ বিড়া ভারতীয় পান আটক করে।
আশাউড়া বিওপির টহল শুক্রবার বিকেল সাড়ে তিনটায় সদর উপজেলার রঙ্গারচর ইউনিয়নের শাহাপুর থেকে ৪১ বোতল ভারতীয় মদ, লাউরগড় বিওপির টহল দল বিকালে তাহিরপুর উপজেলার বাদাঘাট ইউনিয়নের যাদুকাটা নদী থেকে ২,০০০ কেজি ভারতীয় কয়লা, নারায়নতলা বিওপির টহল দল বিকেল চারটায় সদর উপজেলার জাহাঙ্গীরনগর ইউনিয়নের চৌমুহুনি বাজার থেকে ২,১৪৮ পিস ভারতীয় ক্লিনিক প্লাস স্যাম্পু, ১টি সিএনজি এবং ১টি অটো রিক্সা এবং বিশ্বম্ভরপুর উপজেলার সলুকাবাদ ইউনিয়নের চেংবিল থেকে ১,৪৫০ কেজি বাংলাদেশি সুপারি আটক করে।
সুনামগঞ্জ ২৮বিজিবি’র পরিচালক লে. ক. মো. মাহবুবুর রহমান জানান, আাটককৃত পণ্যের সর্বমোট মূল্য ২১ লক্ষ ৩৬ হাজার ৩০০ টাকা।
তিনি আরও বলেন, আটককৃত ভারতীয় মদ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয় এবং কয়লা, ক্লিনিক প্লাস স্যাম্পু, সিএনজি, অটো রিক্সা ও বাংলাদেশী সুপারি শুল্ক কার্যালয় সুনামগঞ্জে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।