কৃষি বিপণন আইন-২০১৮ এর নির্দেশনা অমান্য করে ব্যবসা পরিচালনা করার দায়ে মোবাইল কোর্ট পরিচালিত হয়েছে।
সোমবার কৃষি বিপণন আইনে মোবাইল কোর্ট পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম এবং প্রসিকিউশন প্রদান করেন কৃষি বিপণন কর্মকর্তা (দাঃপ্রা) অনুপা চক্রবর্তী এবং জেলা পুলিশের একটি দল।
সুনামগঞ্জ সদর বাজারের আওতাধীন ষোলঘর পয়েন্টে মোবাইল কোর্ট পরিচালনা করার সময় ৫ টি প্রতিষ্ঠানকে কৃষি বিপণন আইন-২০১৮ এর ১৯ (১) (ক) (ঙ) ধারায় ৩০০০ টাকা জরিমানা করা হয়।
এসময় ষোলঘর পয়েন্টের সকল ব্যবসায়ীদের কৃষি বিপণন লাইসেন্স গ্রহণ, মূল্য তালিকা জনসন্মুখে প্রদর্শন এবং পাকা রশিদ সংরক্ষণ করে ব্যবসা পরিচালনা করার জন্য নির্দেশনা প্রদান করা হয়।
প্রেসবিজ্ঞপ্তি
- লাইব্রেরিকে আধুনিক করে গড়ে তোলা হবে
- চারিদিকে এতো অনাচার রোধিবে তা সাধ্য কার?