৪০দিন নামাজ পড়ে বাইসাইকেল পেল ৬ শিশু

জামালগঞ্জ প্রতিনিধি
জামালগঞ্জের ২ মসজিদে রমজান মাসে টানা ৪০দিন পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করে বাইসাইকেল পেয়েছে ৬ শিশু। রবিবার সকালে জামালগঞ্জ উপজেলার ছেলাইয়া হাজী পাড়া মসজিদ চত্বরে ভীমখালী ইউনিয়নের ছেলাইয়া হাজী পাড়া গ্রামের বিশিষ্ট সমাজ সেবক মো. ফরিদ মিয়া তালুকদারের ব্যক্তিগত উদ্যোগে বাইসাইকেল ও অনুদান প্রদান করা হয়।
জানা যায়, ছেলাইয়া হাজী পাড়া এবং ছেলাইয়া পশ্চিম পাড়া মসজিদে রমজান মাসে টানা ৪০দিন পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করতে ২৬জন শিশু কিশোর অংশ নেয়। তাদের মধ্যে ৬জন শিশু কিশোর পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করে বাইসাইকেল পেয়েছে। এছাড়া অন্য ২০ জন শিশু কিশোরকে সান্তনা পুরষ্কার একটি করে ছাতা ও দুইটি প্লেইট দেওয়া হয়। এদিকে দুই মসজিদের ইমামকে ১০ হাজার টাকা ও মুয়াজ্জিনকে ৫ হাজার টাকা করে দেয়া হয়েছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাও. সৈয়দ আহমদ, মাও. রফিকুল ইসলাম, মাও. হুমায়ূন রশিদ, রইছ উদ্দিন, আলী রেজা তালুকদার, সোনা মিয়া তালুকদার, আব্দুস সহিদ, বাবুল মিয়া তালুকদার সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।