স্টাফ রিপোর্টার
জেলার বিভিন্ন হাসপাতালের ৫ জন ডাক্তার বহুদিন ধরে বিনা অনুমতিতে অনুপস্থিত রয়েছেন। এই ৫ জনের একজন বরখাস্ত হয়েছেন। অন্যদের বিষয়ে ব্যবস্থা নেবার বিষয়টি প্রক্রিয়াধীন বলে জানিয়েছেন সিভিল সার্জন ডা. আশুতোষ দাস।
সুনামগঞ্জের মেডিকেল অফিসার ডা. খুর্শেদ আলম ২০০২ সাল থেকে অনুপস্থিত। ৫ বছর আগে তাঁকে চাকুরি থেকে বরখাস্ত করা হয়েছে।
ধর্মপাশার সুখাইড় উপ-স্বাস্থকেন্দ্রের মেডিকেল অফিসার ডা. মনোয়ারুল সাদিক ২০১১ সালের ১৮ জানুয়ারি থেকে অনুপস্থিত রয়েছেন। ছাতকের ছৈলা-আফজলাবাদ উপস্বাস্থ্য কেন্দ্রের সহকারী সার্জন ডা. মাহবুব হোসেন ৭ সেপ্টেম্বর ২০১১ সাল থেকে অনুপস্থিত রয়েছেন।
সুনামগঞ্জ সদর হাসপাতালের জুনিয়র কনসালটেন্ট (শিশু) মো. জাকারিয়া ১১ ডিসেম্বর ২০১৫ থেকে অনুপস্থিত রয়েছেন।
সুনামগঞ্জ সদরের ডা. সৈয়দ হাসিনুল হক ২৫ এপ্রিল ২০১৭ থেকে অনুপস্থিত রয়েছেন।
সিভিল সার্জন ডা. আশুতোষ দাস বলেন, ‘বিনা অনুমতিতে অনুপস্থিত ডাক্তারদের বিষয়ে সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে এবং কারো কারো বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।’
- শীতার্ত মানুষের পাশে এবার প্রবাসীদের কম দেখা যাচ্ছে
- ডিউটি না করেই বেতন তুলেন কোন কোন ডাক্তার