৭ই মার্চ

মাহবুবুল হাছান শাহীন

৭ই মার্চ
ভাষন নয়, বাঙ্গালীর মুক্তি সনদ
২৪ বছরের শোষনের বিস্ফোরণ
তিলে তিলে নিগৃহীতের প্রতিবাদ
প্রতিদিন মরার চেয়ে
একেবারেই মৃত্যুর মিছিলে শামিল।

৭ই মার্চ
জেগে উঠার আহ্বান
“যার যা আছে,
তা নিয়ে ঝাপিয়ে পড়ো “
আত্ম উপলব্ধির ইতিহাস
কৃষক, শ্রমিক, মজুরের
ঘামে গড়া দেশে
বর্গীকে বিতারন।
বিশ্বের মানচিত্রে জন্ম নেয়া,
বাংলাদেশ।

৭ই মার্চ
“এবারের সংগ্রাম, মুক্তির সংগ্রাম
এবারের সংগ্রাম,স্বাধীনতার সংগ্রাম “
পিতাকে বুক চিতিয়ে রক্ষা করা
নিজের দেশে পরাধীনতার শৃংখল উবড়ে ফেলা
শোষণের বিরুদ্ধে সোচ্চার
স্বপ্ন নিয়ে আগামী দেখা।

৭ই মার্চ
আমিই বাঙ্গালী
সহ¯্র বছরের শ্রেষ্ঠ বাঙ্গালীর
মুখে অমৃত বানী
লাখো কন্ঠে ধ্বনিত
মুক্তির মিছিল।

৭ই মার্চ
মহান ভাষা আন্দোলন থেকে
অপরিসীম সাহস,
সীমাহীন ত্যাগ তিথিক্ষা,
বলিষ্ঠ নেতৃত্ব,
সঠিক দিকনির্দেশনা
মুক্তির সংগ্রাম পর্যন্ত
জাতির পিতার
নেতৃত্বের পূর্ণতা।

৬ ফেব্রুুয়ারি ২০২৩