জামালগঞ্জ প্রতিনিধি
সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার ফেনারবাক ইউনিয়নে হটামারা গ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৪০ পরিবারকে সহায়তা দিয়েছে গৌরবের মুক্তিযুদ্ধ ট্রাস্ট। শনিবার দুপুরে ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবারের মাঝে নগদ এক হাজার টাকা, ত্রিশ কেজি চাল, একটি করে শাড়ি ও লুঙ্গি বিতরণ করেন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নোমান বখত পলিন।
এসময় তিনি বলেন, আগুনে আপনাদের অনেক বড় ক্ষতি হয়েছে। এই ক্ষতি পূরণ করার মত নয়। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে আমরা এখানে এসেছি, আপনাদের সহযোগিতা করার জন্য সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগ সর্বোচ্চ চেষ্টা করবে। ক্ষতিগ্রস্ত পরিবারকে নতুন ঘর তৈরি করেত সহযোগিতা করবো।
এসময় আরও বক্তব্য দেন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি রেজাউল করিম শামীম, জামালগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান ইকবাল আল-আজাদ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী, সহ সভাপতি আব্দুল মুকিত চৌধুরী, সাধারণ সম্পাদক এম নবী হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যন গোলাম জিলানী আফিন্দী রাজু, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুর রাজ্জাক মাস্টার, সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি জিতেন্দ্র তালুকদার পিন্টু, ফেনারবাক ইউপি চেয়ারম্যান কাজল চন্দ্র তালুকদার।
এছাড়াও উপস্থিত ছিলেন জেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি সোয়েব আহমদ চৌধুরী, সহ সভাপতি জন্টু তালুকদার, জেলা শ্রমিকলীগের সহ সভাপতি শফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক রাসেল চৌধুরী, সাধারণ সম্পাদক সাজেদুর রহমান, আইন বিষয়ক সম্পাদক এড: মাহবুবুল হাসান শাহিন সহ উপজেলার আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এদিকে অগ্নিকা-ে ক্ষতিগ্রস্তদের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করেছেন উপজেলার ভুতিয়ারপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক মো. জাকির হোসেন।
প্রসঙ্গত, গত সোমবার জামালগঞ্জ উপজেলার ফেনারবাক ইউনিয়নে হটামারা ড়ুামে ভয়াবহ অগ্নিকা-ের ঘটনা ঘটে। ৎুায় ২ ঘন্টা ধরে চলা অগ্নিকা-ে ৪০টি বসত ঘর পুড়ে ছাই হয়ে গেছে। আগুনের ভয়াবহতায় সর্বস্ব হারিয়ে নিঃস্ব হয়েছে পরিবারগুলো। ড়ুামের সামছুল হকের বাড়িতে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকা-ের সূত্রপাত হয়। ক্ষতিগ্রস্তরা জানান, দুপুর ১টায় প্রথম সামছুল হকের ঘরে আগুন লাগে। এরপর মুহুর্তের মাঝে অন্যান্য ঘরে আগুন ছড়িয়ে পড়ে। গ্রামের লোকজন সেলু মেশিন দিয়ে ২ ঘন্টা পানি ছিটিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।
- স্মার্ট বাংলাদেশ গড়তে ছাত্রছাত্রীদের দায়িত্ব নিতে হবে
- ১০টায়ও খুলেনি স্কুল/ব্যবস্থা নিতে ইউএনও’র চিঠি