অগ্নিসন্ত্রাসীদের ক্ষমতায় দেখতে চায় না মানুষ- জয়া সেনগুপ্তা

দিরাই প্রতিনিধি
দিরাই-শাল্লার সংসদ সদস্য ড. জয়া সেনগুপ্তা বলেছেন, আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে দেশের মঙ্গল হয়, কল্যাণ হয়, উন্নয়ন হয়। আগামীতেও আওয়ামী লীগ সরকার গঠন করবে। দেশের মানুষ আর অগ্নিসন্ত্রাসীদের ক্ষমতায় দেখতে চায় না। স্বাধীনতা বিরোধী জামায়াত- বিএনপি দেশের উন্নয়ন ও অগ্রগতিকে বাধাগ্রস্ত করতে রাজনীতির নামে নৈরাজ্য সৃষ্টি করতে চায়। কিন্তু দেশের মানুষ তাদের ডাকে আর সারা দিবে না। তিনি বলেন, দিরাই-শাল্লার সাধারন মানুষের ভালবাসা নিয়ে আমার প্রয়াত স্বামী সুরঞ্জিত সেনগুপ্ত সারাজীবন সম্প্রীতির রাজনীতি করে গেছেন।
শনিবার বিকাল ৩টায় ইউনিয়ন পরিষদ মাঠে চরনারচর ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত শান্তি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সাবেক ইউপি চেয়ারম্যান জয়কুমার বৈষ্ণব’র সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইউনিয়ন চেয়ারম্যান পরিতোষ রায়, দিরাই উপজেলা আওয়ামী লীগ সভাপতি কামাল উদ্দিন ও সাধারণ সম্পাদক প্রদীপ রায়, সাবেক সাংগঠনিক সম্পাদক অভিরাম তালুকদার প্রমুখ।
এরআগে ড. জয়া সেনগুপ্তা উপজেলার লালারচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবন, কল্যানী, হাসিমপুর ও চরনারচর ইউনিয়নের তিনটি পাকা সড়কের উদ্বোধন করেন।