স্বপন কুমার বর্মন, বিশ্বম্ভরপুর
পণতীর্থ গঙ্গাস্নান ও বারুণী মেলা এবং হযরত শাহ আরেফিন (র) এর বার্ষিক ওরস সুষ্ঠু এবং সুশৃঙ্খলভাবে সম্পন্নের লক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকালে বিশ্বম্ভরপুর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মো. সাদি উর রহিম জাদিদ।
সভায় জানানো হয়, সুনামগঞ্জ পৌর শহরের আব্দুর জহুর সেতু থেকে মেলা পর্যন্ত মোটর সাইকেল ভাড়া নির্ধারণ করা হয়েছে জনপ্রতি ২৫০ টাকা এবং পলাশ বাজার থেকে মেলা পর্যন্ত জনপ্রতি ২০০ টাকা। মোটর সাইকেলে ২ জনের বেশি যাত্রী নেয়া যাবে না। এদিকে আব্দুর জহুর সেতু থেকে মেলা পর্যন্ত সিএনজি ও লেগুনা ভাড়া জনপ্রতি ১৭০ টাকা এবং পলাশ বাজার থেকে মেলা পর্যন্ত ১২০ টাকা নির্ধারণ করা হয়। এছাড়াও যানজট নিরসনে লক্ষে পণতীর্থ গঙ্গাস্নান ও বারুণী মেলা এবং হযরত শাহ আরেফিন (র) এর বার্ষিক ওরস চলাকালীন দিনগুলোতে বড় গাড়ি আব্দুর জহুর সেতুর পূর্ব পাশে থাকবে। শুধু ছোট ছোট গাড়ি সেতু দিয়ে প্রবেশ করতে পারবে। সব যানবাহন ওয়ানওয়ে সড়ক দিয়ে মেলায় যাবে এবং নির্ধারিত ওয়ানওয়ে সড়ক দিয়ে ফেরত আসবে। সুনামগঞ্জ আব্দুর জহুর সেতু থেকে বিশ্বম্ভরপুর উপজেলার কারেন্টের বাজার-ধনপুর-আনন্দবাজার হয়ে মেলায় প্রবেশ করতে হবে। বের হতে হবে স্বরূপগঞ্জ-মাছিমপুর-চালবনপয়েন্ট দিয়ে। পলাশ বাজারেও থাকবে একটি স্টপেজ।
সভায় আরও জানানো হয়- অতিরিক্ত ভাড়া আদায় অথবা যাত্রিদের হয়রানি করা হলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এছাড়াও মেডিকেল টিম, ফায়ার সার্ভিস সহ সার্বিক আইন শৃঙ্খলা ব্যবস্থা জোরদার করা হবে।
সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. সফর উদ্দিন, উপজেলা ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা তাজ্জত আলী খান, সহকারীক কমিশনার (ভূমি) শিল্পী রানী মোদক, থানার অফিসার ইনচার্জ মো. সাইফুল আলম, বাদাঘাট (দ) ইউপি চেয়ারম্যান মো. ছবাব মিয়া, পলাশ ইউপি চেয়ারম্যান মো. সোহেল আহমদ, ধনপুর ইউপি চেয়ারম্যান মো. মিলন মিয়া, ফতেপুর ইউপি চেয়ারম্যান মো. ফারুক আহমদ, উপজেলা আওয়ামী লীগ সভাপতি বেনজীর আহমেদ মানিক, সাধারণ সম্পাদক নুরুল আলম সিদ্দিকী, পণতীর্থ বারুনী মেলা পরিচালনা কমিঠির সাধারণ সম্পাদক অদ্বৈত রায়, শাহ আরেফিন ওরশ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মো. আলম সাব্বির, প্রেসক্লাব সভাপতি স্বপন কুমার বর্মন প্রমুখ।
প্রসঙ্গত, শ্রীশ্রী অদ্বৈত জন্মধাম পণতীর্থে গঙ্গাস্নান আগামী ১৯ মার্চ রবিবার। ঐ দিন রাত ৯টা ১৪ মিনিট ১৫ সেকেন্ড থেকে ৪টা ৬ মিনিট ৫০ সেকেন্ড পর্যন্ত মধুকৃষ্ণা ত্রয়োদশী তিথিতে (মহাবারুণী) গঙ্গাস্নান ও মেলা অনুষ্ঠিত হবে। এদিকে ১৯ মার্চ থেকে ২১ মার্চ পর্যন্ত রাজারগাঁওয়ের নিকটবর্তী লাউড়েরগড় এলাকায় শাহ আরেফিনের মোকামে হযরত শাহজালালের (র.) সঙ্গী হযরত শাহ আরেফিনের (র.) বার্ষিক ওরস মোবারক শুরু অনুষ্ঠিত হবে।
- দিরাই-শাল্লার স্বপ্নের যোগাযোগ/ ৫২৫ কোটি টাকা ব্যয়ের সড়ক নির্মাণের কার্যাদেশ শীঘ্রই
- তাহিরপুরে তুচ্ছ ঘটনায় বৃদ্ধকে পিটিয়ে হত্যা