অদম্য মেধাবী রীমার হাতে বই তুলে দিলেন সুহৃদের বন্ধুরা

অভিজিৎ রায়
অদম্য মেধাবী স্বর্ণালী আক্তার রীমাকে একাদশ ও দ্বাদশ শ্রেণির সকল বই তুলে দিল সুনামগঞ্জ সমকাল সুহৃদ সমাবেশ। বুধবার সন্ধ্যায় শহরের শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরীতে তার হাতে বই তুলে দেওয়া হয়।
এসময় ‘অসহায়ের পাশে আমরা’র সংগঠক সচেতন নাগরিক কমিটি (সনাক’র) সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি অ্যাড. আইনুল ইসলাম বাবলু, প্রেসক্লাবের সভাপতি সমকাল প্রতিনিধি পঙ্কজ দে, শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরীর সাধারণ সম্পাদক অ্যাড. খলিল রহমান, সমকাল সুহৃদ সমাবেশের সুনামগঞ্জ জেলার সভাপতি অ্যাড. মাহবুবুল হাছান শাহীন, সুনামগঞ্জ প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক চ্যানেল’২৪’এর জেলা প্রতিনিধি অ্যাড. এ আর জুয়েল, সুহৃদ সংগঠক আবুল হাসান লিপন, রাজনীতিবিদ লেকচার পাবলিকেশন্স’এর সুনামগঞ্জ জেলা ইনচার্জ শামছুদ্দিন আহমদ, সহসভাপতি দেবাশীষ তালুকদার শুভ্র, সমকাল সুহৃদ সমাবেশের সাবেক সাধারণ সম্পাদক অভিজিৎ রায়, শিক্ষক ও সুহৃদ সংগঠক দীপায়ন চৌধুরী, রীমার মা পিয়ারা খানম প্রমুখ।
রীমার বাবা নুরুল আমিন দরিদ্রতার সঙ্গে লড়াই করে মেয়ে রীমাকে পড়াশুনা করাচ্ছেন। গেল বছর এসএসসি পরীক্ষায় মানবিক বিভাগে জিপিএ-৫ প্রাপ্ত রীমা সুনামগঞ্জ সরকালি কলেজে ভর্তি হলেও বই কেনা সম্ভব হচ্ছিল না তার।
সমকাল সুহৃদ সমাবেশের পক্ষ থেকে বই তুলে দেবার সময় উপস্থিত সকলেই রীমাকে তার শিক্ষা জীবনের সময়টুকু পাশে থাকার কথা জানিয়ে বলেন, আর্থিক সংকটের কারণে কখনোই পড়াশুনা যেন বন্ধ না হয় সেটি খেয়াল রাখবেন তারা।