এনামুল হক, ধর্মপাশা
এক সময় ভারতীয় গরু চোরা চালান ও মাদক ব্যবসাই ছিল তার প্রধান পেশা। তার নামে থানায় রয়েছে একাধিক মামলা। একাধিকার হাজতও খাটতে হয়ে তাকে। ফলে স্থানীয়রা তাকেসহ তার পরিবারকে দেখতো ঘৃণার চোখে। অন্ধকার জগত থেকে ফিরে বিকল্প পেশা বা কর্মসংস্থানে ফেরার চেষ্টাও করেছে একাধিকার। কিন্তু কোনো সুযোগ না পাওয়ায় বা কেউ সেই সুযোগ তৈরি করে না দেওয়ায় অন্ধকার জগত আঁকড়ে ধরে পড়ে থাকতে হয়েছে মধ্যনগর উপজেলার বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়নের জয়পুর গ্রামের সুরুজ আলীকে। কিন্তু মধ্যনগর থানার ওসি জাহিদুল হকের চেষ্টায় সুরুজ আলী এখন আলোর পথে হাঁটছে। অবৈধ ব্যবসা ছেড়ে দিয়ে সুরুজ এখন নিতান্তই একজন যাত্রীবাহী মোটরসাইকেলের চালক। আর সেই মোটরসাইকের কেনা হয়েছে ওসি জাহিদুল হকসহ স্থানীয়দের দেওয়া অর্থে। গত তিনদিন ধরে মধ্যনগরের বিভিন্ন এলাকায় মোটরসাইকেল চালিয়ে জীবিকা নির্বাহের চেষ্টা চালিয়ে যাচ্ছে সুরুজ।
জয়পুর গ্রামের নূর ইসলাম ও মৃত হারবানুর ছেলে সুরুজ গত বিগত কয়েক বছর ধরে নিজ এলাকায় অবৈধ ব্যবসা পরিচালিত করে আসছিল। ফলে তার নামে থানায় একাধিক মামলা হয়েছে। মামলায় ওয়ারেন্ট হলে গা ঢাকা দিতো সে। মাস ছয়েক আগে একটি মামলায় ওয়ারেন্ট হলে ঢাকায় আত্মগোপন করে। কিন্তু মাস তিনেক আগে সে হঠাৎ এলাকায় এলে মধ্যনগর থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে। ওই সময় অবৈধ ব্যবসার কুফল সম্পর্কে ওসি জাহিদুল হক তাকে বুঝিয়ে বললে সুরুজের আলোর পথে ফেরার সুযোগ তৈরি হয়। তখন সুরুজ ও তার স্ত্রী বিকল্প কর্মসংস্থান পেলে অবৈধ ব্যবসা ছেড়ে দিবে বলে জানায়। সুরুজের স্ত্রী সুরমা আক্তার থানায় উপস্থিত হয়ে সুরুজকে সুযোগ দেওয়ার জন্য অনুরোধ করে। পরে ওসি সুরুজকে তিন দিনের জন্য তাবলীগ জামাতে পাঠানোর ব্যবস্থা করেন। সেখান থেকে ফিরে সুরুজ অবৈধ ব্যবস্থা ছেড়ে দেয়। তখন থেকে সুরুজ পুলিশের পর্যবেক্ষণে রয়েছে।
সুরুজ আলী বলেন, ‘অন্ধকার জগত থেকে ফিরে আসতে চাইলেও আমাকে কেউ সহযোগিতা করেনি। আমার দুটি মেয়ের ভবিষ্যতের কথা চিন্তা করে ওসি সাহেবের কথা শুনে এ জগত থেকে ফিরে এসেছি। ওসি সাহেবের সহযোগিতায় একটি মোটরসাইকেল কিনে যাত্রী বহন করে জীবিকা নির্বাহ করছি। স্থানীয়রা এখন আমাকে অন্যভাবে মূল্যায়ন করছে।’
বংশীকুন্ডা দক্ষিণ ইউপি চেয়ারম্যান রাসেল আহমদ বলেন, ‘বিষয়টি ওসি সাহেব আমাকে জানিয়েছেন। সুরুজের মধ্যে কিছুটা পরিবর্তন আমিও লক্ষ্য করেছি।’
মধ্যনগর থানার ওসি জাহিদুল হক বলেন, ‘প্রতিটি মানুষেরই সুন্দর করে বাঁচার অধিকার রয়েছে। কেউ অপরাধ জগত থেকে ফিরে আসতে চাইলে সুযোগ দেওয়া উচিত। এ রকম যে কেউ থাকলে আমার পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা করা হবে। সুরুজ আলী আমাদের পর্যবেক্ষণে রয়েছে।’
- বজ্রপাত ঝুঁকিকে গুরুত্ব দিতে হবে
- গানে গানে মানুষের জয়গান গেয়েছেন তিনি শাহ আব্দুল করিম