দিরাই সংবাদদাতা
দিরাইয়ে ঐতিহ্যবাহী ধল মেলা শুরু হয়েছে কয়েকশ’ বছর আগে। প্রতিবছর ফাল্গুনের প্রথম বুধবার উপজেলার তাড়ল ইউনিয়নের ভাটি ধলগ্রামের কালনী নদীর তীরে দেবী পরমেশ্বরী পূজা ও মেলা অনুষ্ঠিত হয়। তবে মন্দিরের আশেপাশে কোথাও বিশুদ্ধ পানির কোনো ব্যবস্থা ছিল না। মন্দিরে টিউবওয়েল না থাকায় বিভিন্ন স্থান থেকে আসা ভক্তদের দুর্ভোগ পোহাতে হতো। অবশেষে দেবীর ভক্তদের ও মেলায় আসা দর্শনার্থীদের দুর্ভোগ লাগব করতে ‘আশার আলো যুব সংঘ’ নামের একটি সামাজিক সংগঠন মন্দিরটিতে টিউবওয়েল স্থাপন করেছে।
মন্দিরের সভাপতি দয়াল চৌধুরী বলেন, ভাটি ধলের মাঠে শ্রীশ্রী পরমেশ্বরী মন্দির। প্রতি বছর পুজো উপলক্ষে মেলার আয়োজন করা হয়। কিন্তু মন্দিরে টিউবওয়েলের অভাবে এতদিন পূজারী ও ভক্তদের নানা সমস্যার সম্মুখীন হতে হয়েছে। টিউবওয়েল স্থাপন করায় তিনি ‘আশার আলো যুব সংঘ’ কে ধন্যবাদ জানান।
‘আশার আলো যুব সংঘ’ এর সভাপতি তপু চৌধুরী বলেন, মন্দিরে টিউবওয়েল স্থাপনের প্রয়োজনের কথা আমরা বিভিন্ন জায়গায় তুলে ধরেছি, কিন্তু কোন লাভ হয়নি। তাই আমরা আমাদের সংগঠনের পক্ষ থেকে টিউবওয়েল স্থাপন করি। টিউবওয়েল স্থাপন করতে প্রায় ৭০ হাজার খরচ হয়েছে।
- প্রতিবন্ধকতা দূরে ঠেলেই এগুচ্ছেন নারীরা
- বিভিন্ন উপজেলায় নারী দিবস পালিত