স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জ জেলা সদর উপজেলার কাঠইর ইউনিয়নে অষ্টগ্রাম রাসগোবিন্দ উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকালে বিদ্যালয়ের খেলার মাঠে প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ, সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি অ্যাড. বুরহান উদ্দিন’র সভাপতিত্বে ও সহকারী শিক্ষক মো. নুরে আলম ও নেছার আহমেদ’র উপস্থাপনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান নুরুল হুদা মুকুট। এসময় তিনি অষ্টগ্রাম রাসগোবিন্দ উচ্চ বিদ্যালয়ের উন্নয়ন কাজে ৫ লক্ষ টাকা অনুদান প্রদানের আশ্বাস দেন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জুবায়ের আহমেদ অপু, কাঠইর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুফতি মো. সামছুল ইসলাম প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী যুবলীগের সিনিয়র যুগ্ম আহবায়ক আসাদুজ্জামান সেন্টু, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি আজিজুল হক ইরানি ও ফারুক মিয়া সহ শিক্ষার্থীদের অভিভাবকবৃন্দ।
পরে ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।
গত বুধবার ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন করেন বিদ্যালয়ের ম্যানিজিং কমিটির সভাপতি অ্যাড. বুরহান উদ্দিন। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন অষ্টগ্রাম রাসগোবিন্দ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুস শাহিদ।
- সুনামগঞ্জ উচ্চ বালিকা বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা
- সরকারি সতীশচন্দ্র বালিকা বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী