স্টাফ রিপোর্টার
বিশ্বম্ভরপুরে উত্তর মাঝাইর একতা সংঘের উদ্যোগে অসহায় মানুষের মাঝে ঈদ বস্ত্র বিতরণ করেছে। সোমবার উপজেলার উত্তর মাঝাইর, রাজঘাট ও মাঝাইর গ্রামের ২৩ জন বিধবা ও অসহায়দের এই ঈদ বস্ত্র বিতরণ করে সংগঠনটি।
এসময় উপস্থিত ছিল বিশ্বম্ভরপুর সরকারী মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সাজ্জাদুর রহমান সাজু, সংগঠনের সভাপতি আতাউর রহমান, সহ-সভাপতি কৌশিকুর রহমান মিশির, সাধারণ সম্পাদক তৌফিকুর রহমান শিশির, আলী হোসেন ক্যাশিয়ার জহিরুল ইসলাম প্রমুখ।
সংগঠনের সভাপতি আতাউর রহমান বলেন, কনোনা মহামারির সময়ে কয়েকজন মিলে সংগঠনটি গঠন করি। এরপর থেকেই বিভিন্ন সামাজিক কাজ করে আসছি আমরা। এবার ঈদে করে ২৩ জন অসহায় মানুষের মাঝে ঈদের কাপড় বিতরণ করেছি। এসব অসহায় মানুষদের মুখে হাসি ফুটাতেই এই উদ্যোগ নিয়েছি আমরা।
- তাহিরপুরে দু’পক্ষের সংঘর্ষে যুবক নিহত
- ফরিদ মিয়া হত্যাকাণ্ডের ঘটনায় মামলা, ৫ আসামী গ্রেফতার