স্টাফ রিপোর্টার
ফান্স প্রবাসি মনমোহন দে’র অর্থায়নে অসহায়দের মাঝে বস্ত্র বিতরণ করা হয়েছে। শনিবার দুপুরে জেলা স্টেডিয়ামে একশত জন অসহায় মানুষের মাঝে এই বস্ত্র বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক দেওয়ান ইমদাদ রেজা চৌধুরী, আলফাত উদ্দিন রিক্সা শ্রমিক ইউনিয়নের সভাপতি মুনমুন চৌধুরী, মুক্তি সংগ্রাম স্মৃতি স্ট্রাস্টের সাধারণ সম্পাদক অ্যাড. সালেহ আহমদ, আওয়ামী লীগ নেতা জুনেদ আহমদ, অ্যাড. রুহুল তুহিন, অ্যাড. মলয় চক্রবর্তী রাজু, আলফাত উদ্দিন রিক্সা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক চন্দন চক্রবর্তী, ব্যবসায়ী শামছুল আলম জুয়েল, অ্যাড. এনাম আহমদ, সবিতা চক্রবর্তী, ইকবাল আহমদ, জাহাঙ্গীর আলম প্রমুখ।
- বিয়াম ল্যাবরেটরি স্কুলে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত
- বাঁধ নিয়ে পানি সম্পদ উপমন্ত্রীকে দুইপক্ষ ভিন্নমত জানালেন