স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জ জেলা আইনজীবী সমিতির ব্যতিক্রমী আয়োজনে আদালত পাড়া থেকে খেলার মাঠে হাজির বিচার সংশ্লিষ্ট সকল কর্মকর্তা-কর্মচারী ও জেলা প্রশাসনের কর্মকর্তারা। তিন প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীদের অংশগ্রহণে আয়োজন করা হয়েছে অ্যাডভোকেট প্রিমিয়ার লীগের (এপিএল)।
সোমবার বিকাল ৪টায় এপিএলের উদ্বোধন করেন সিনিয়র জেলা ও দায়রা জজ মোসাম্মৎ জাকিয়া পারভীন। বিচার বিভাগ, জেলা প্রশাসন ও আইনজীবীদের অংশগ্রহণে দশটি দল টুর্নামেন্টে অঙশগ্রহণ করেছে। উদ্বোধনী খেলায় অংশ নেয় আইনজীবী সমিতির দল কালনী ও বিচার বিভাগের দল নীলাদ্রি। ৭ উইকেটে জয় পায় বিচার বিভাগের দল নীলাদ্রি। আগামী ১১মার্চ ফাইনাল খেলার মাধ্যমে টুর্নামেন্ট শেষ হবে।
সুনামগঞ্জ জেলা আইনজীবী সমিতির সভাপতি তৈয়বুর রহমান বাবুলের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল এবং শিশু আদালতের বিচারক মো. জাকির হোসেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ বিন রশিদ।
বিশেষ অতিথির বক্তব্যে নারী ও শিশু আদালতের বিচারক মো. জাকির হোসেন বলেন, সুনামগঞ্জ আইনজীবী সমিতির একটা ব্যাতিক্রমী আয়োজন এটা। খেলাধুলা আমাদের কাজের উৎসাহ যোগাবে। একই সাথে আমাদের শরীরের জন্যও ভালো হবে।
সিনিয়র জেলা ও দায়রা জজ মোসাম্মৎ জাকিয়া পারভীন বলেন, খেলাধুলা আমাদের শরীরের জন্য বাধ্যতামূলক। আজকেই এই আয়োজন অন্যদেরও খেলার দিকে আসতে আগ্রহ যোগাবে। এই আয়োজন সফল হউক।
- ওয়াস রুম না থাকায় বিপাকে ৫ দপ্তরের কর্মকর্তা-কর্মচারী
- প্রধানমন্ত্রীর উপহারের ঘর বিলীনের আশংকা